West Bengal Flood Photos জলে ভেসে গিয়েছে বাড়িঘর, বৃষ্টি কমলেও কমেনি যন্ত্রণা, জেলায় জেলায় দুর্ভোগের ছবি
বৃষ্টি কমেছে। খানাকুলে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। গ্রামগুলো এখনও জলমগ্ন। যেখানে একতলা বাড়ি সমান জল ছিল, সেখানে জল কিছুটা নেমেছে। এরই মধ্যে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতরা। বাড়ির ছাদে যাঁরা আশ্রয় নিয়েছেন তাঁদের দাবি, খাবারের পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। রাস্তায় নৌকা যাতায়াত করায় দিনের বেলায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। বহু জায়গায় ট্রান্সফর্মার জলে ডুবে যাওয়ায় এলাকা বিদ্যুৎহীন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলে ভেসে গিয়েছে বাড়িঘর। শেষ সম্বলটুকু নিয়ে সপরিবারে বসতভিটে ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে আশ্রয় নিয়েছেন খানাকুলের রামনগরের নায়েক পরিবার। লরির ওপর ত্রিপল টাঙিয়ে চলছে রান্না। সেখানেই রাত্রিযাপন করছেন পরিবারের সদস্যরা।
দামোদরের জলে ভাসছে হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম। বাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কলার ভেলা অথবা টিন কেটে নৌকা বানিয়ে চলছে যাতায়াত। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে।
দামোদরের জলে প্লাবিত আমতা। অমরগড়ি এলাকায় বৃদ্ধাশ্রমে হাঁটু-সমান জল। বিপাকে পড়েছেন ২৩ জন আবাসিক। উদয়নারায়ণপুর থেকে হু-হু করে জল ঢুকছে আমতা ২ নম্বর ব্লকে। প্লাবিত তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। আমতা ও উদয়নারায়ণপুরে জলে ভেসে গিয়েছে কয়েক হাজার হেক্টর কৃষি জমি।
২৪ ঘণ্টা কেটে গেলেও পাতিপুকুর আন্ডারপাসে জল নামেনি। এখন জলে আটকে রয়েছে বেসরকারি বাস। ফলে একদিকের লেন দিয়ে যান চলাচল করছে। এলাকায় যানজট।
কৈখালির কাছে নিউটাউনমুখী ভিআইপি রোড এখনও জলমগ্ন। ফুটপাথেও জল।
জলমগ্ন কামারহাটির প্রসাদনগরের কাছে বিটি রোডের কলকাতামুখী রাস্তা। জল জমে থাকায় ওই রাস্তায় ধীর গতিতে যান চলাচল করছে।
কামারহাটির ফিডার রোডও জলমগ্ন। পুরসভার সাফাই কর্মীদের দাবি, রাস্তায় প্লাস্টিক ফেলায়, নিকাশি নালার মুখ আটকে যাচ্ছে। সেই কারণেই নিকাশি বুজে তৈরি হচ্ছে জল জমার সমস্যা।
অতি বৃষ্টির জের। শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ভাগীরথীর জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন তিনটি গ্রাম। রাস্তা ছাপিয়ে বইছে জল। আশঙ্কায় গ্রামবাসীরা। কৃষি জমি জলমগ্ন হওয়ায় মাথায় হাত চাষিদের। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘাটালে এখনও জলবন্দি বহু মানুষ। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। তাই নৌকোয় করে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
পারাংয়ের জলে প্লাবিত দাসপুরের চণ্ডীপুর গ্রাম। শুক্রবার জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধের রাস্তা। আড়াই কিলোমিটার দীর্ঘ বাঁধের ১২টি জায়গায় রাস্তা ভেঙেছে।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দাসপুরের স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ।
জলে ভাসছে আড়িয়াদহের বিন্ধ্যবাসিনীতলা। রাস্তা জলমগ্ন। বাড়িতেও জল ঢুকে গিয়েছে। নাজেহাল স্থানীয় বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -