WB School Reopen: প্রায় ২০ মাস পরে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, একনজরে নিয়মবিধি
করোনা পরিস্থিতিতে প্রায় ২০ মাস পর আগামীকাল খুলছে স্কুল। করোনা আবহে ভিড় এড়িয়ে স্কুলে কোন ফর্মুলায় ক্লাস চালু করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই গাইডলাইন দিয়েছে সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোজকার ক্লাসের রুটিন বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি, প্রতিদিনই ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে সকাল সাড়ে নটায়। সকাল ১০টা থেকে তাঁদের ক্লাস শুরু হবে। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত।
দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে দশটায়। ক্লাস শুরু হবে ১১টায়, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত।
সশরীরে ক্লাসের পাশাপাশি, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল নিতে পারবে ১৬ নভেম্বর থেকে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে কীভাবে পঠনপাঠন শুরু করবে, তার বিস্তারিত গাইডলাইন দিয়েছে শিক্ষা দফতর। প্রয়োজনে সকালে, দুপুরে ক্লাস।
আপাতত খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম। শিক্ষকদের উপস্থিতিতে ক্লাসে প্রার্থনা।
হস্টেলে পড়ুয়াদের মধ্যে আপতকালীন পার্টিশন। আইসোলেশন রুম রাখতে হবে।
স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।
প্রত্যেককে নিজের জলের বোতল আনতে হবে। টিফিন ভাগাভাগি করে খাওয়া যাবে না। খাওয়া যাবে না জাঙ্ক ফুডও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -