Covid19 awareness: করোনা সচেতনতা বাড়াতে হাতে মাস্ক-স্যানিটাইজার নিয়ে রাজপথে সাক্ষাৎ যম
কী দেশ, কী রাজ্য, দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু খানিকটা কমলেও, উদ্বেগ যেন কিছুতেই কমছে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই মানুষকে বাঁচাতে পথে নামলেন যমরাজ। তবে শমনের সমন নিয়ে নয়। অতিমারীতে নিজের দুয়োরে কাঁটা দিতেই পূর্ব মেদিনীপুরের এগরায় পথে নেমেছেন যমরাজ।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি বহু সেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে।
আজ দেখা গেল, এগরা শহরে যমরাজ সেজে অভিনব উপায়ে মানুষকে সচেতন করছেন এক শিল্পী।
মানুষকে সচেতন করার পাশাপাশি 'যমরাজ' বিলি করছেন মাস্ক ও স্যানিটাইজার। একইসঙ্গে মানুষকে সাবধানে ও নিরাপদে থাকার বার্তাও দিচ্ছেন।
এই অভিনব সচেতনতার প্রচার দেখে কিছু মানুষ আনন্দ উপভোগও করছেন। অভিনব এই প্রচারকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন।
করোনা অতিমারী বহু প্রাণ কাড়লেও, মানুষ এখনও পর্যন্ত সচেতন নন। অনেকেই মাস্ক পরছেন না, দূরত্ব বজায় রাখছেন না।
তাই এমন অভিনব প্রচার প্রতিনিয়ত চলতে থাকবে এমনটাই জানাচ্ছেন এগরা মহকুমা প্রশাসন। (তথ্য ও ছবি- ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -