Corona Death Toll: করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আসলের থেকে তিনগুণ বেশি, দাবি রিপোর্টে
কোভিড অতিমারীতে মৃত্যুর যে সরকারি খতিয়ান দেওয়া হয়েছে তা রিপোর্ট করা মৃত্যুর চেয়ে তিনগুণ বেশি হতে পারে, ল্যানসেটের একটি প্রতিবেদনে এমনটাই জানান হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ১ জানুয়ারী, ২০২০ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে প্রায় ৬ মিলিয়ন মানুষ সরাসরি কোভিড এর কারণে মারা গেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু নতুন সমীক্ষা জানাচ্ছে অতিমারীর প্রভাব ছিল আরও বেশি। প্রকৃত মৃত্যুর সংখ্যা ১৮.২ মিলিয়নের কাছাকাছি হতে পারে। অপর্যাপ্ত পরীক্ষা বা রিপোর্টিং এর কারণে এই মৃত্যু নির্ণয়ে গোলযোগ থাকতে পারে।
ওই রিপোর্টে এও বলা হয়েছে, অতিরিক্ত মৃত্যুহার এবং রিপোর্ট করা কোভিড মৃত্যুর মধ্যে ব্যবধান অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকায় অনেক বেশি।
এই গবেষণার জন্য ৭৪টি দেশ, ২৬৬টি নিম্ম-ও মধ্য আয়ের দেশ এর মৃত্যুর রিপোর্ট সংগ্রহ করা হয়েছিল। এই গবেষণায় ভারতের ১২টি রাজ্যের জন্য অতিরিক্ত মৃত্যুর তথ্যও যুক্ত হয়েছে।
সমীক্ষা অনুসারে, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের অঞ্চলে কোভিড -১৯ এর কারণে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল।
এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের আড়াইশো পার। তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -