আজ শাহরুখ কন্যার জন্মদিন, কীভাবে বড় হয়ে উঠলেন সুহানা, ছবিতে দেখুন
মা গৌরীর সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলি ডান্সও শিখছেন তিনি।
তবে শাহরুখ বলেছেন, মেয়ে যেদিকে ইচ্ছে কেরিয়ার করতে পারেন কিন্তু লেখাপড়া আগে শেষ করতে হবে।
কবে বলিউডে দেখা দেবেন সুহানা? চর্চা চলছে পুরোদস্তুর।
এক বিয়ের অনুষ্ঠানে।
বন্ধুদের সঙ্গে পার্টি।
লন্ডনে পড়াশোনা করছেন সুহানা। তবে এখন লকডাউনের সময় মুম্বইয়ে আছেন।
ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে।
তিনি এখন রীতিমত ইন্টারনেট সেনসেশন।
দিন দিন আরও স্টাইলিশ হয়ে উঠেছেন এসআরকে কন্যা।
বছরতিনেক আগে বাবার সঙ্গে এক অনুষ্ঠানে এই কমলা পোশাকে হাজির হন সুহানা। তখনই সকলের চোখে পড়ে, বড় হয়ে গিয়েছেন তিনি।
ক্যামেরার সামনে তিনি বরাবর স্বচ্ছন্দ।
বাবার সঙ্গে আইপিএলে।
বাবা ও দাদা আরিয়ানের সঙ্গে সুহানা।
সুহানার প্রিয় বন্ধু ৩ তারকা সন্তান নভ্যা নাভেলি নন্দা, শানায়া কপূর ও অনন্যা পাণ্ডে।
সুহানার জন্ম ২০০০ সালের ২২ মে। এসআরকের ৩ ছেলেমেয়ের মধ্যে তিনি একমাত্র কন্যা।
২০ বছরে পা দিলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -