Yaas Cyclone: প্রকৃতির রুদ্র রূপে জলমগ্ন গ্রামের পর গ্রাম, তছনছ দিঘা থেকে সন্দেশখালি
এক দিকে বুদ্ধপূর্ণিমা-ভরা কটাল। অন্যদিকে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-সুপার ব্লাড মুন। তার সঙ্গে যোগ দিলি ঘুর্ণিঝড় ইয়াস। বুধবারে পূর্ণ হল ত্র্যহস্পর্শ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রকৃতির রুদ্র রূপে তছনছ উদয়পুর, দিঘার সমুদ্র সৈকত। উত্তর ২৪ পরগনাতেও চরম অসহায়তা। সন্দেশখালি, ধামাখালির বিভিন্ন গ্রামে আটকে পড়েছেন বহু মানুষ। বাঁধ ভেঙে জলমগ্ন গ্রামের পর গ্রাম। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ।
কারও ঘর ডুবেছে। কারও আত্মীয়ের খোঁজ নেই। কেউ দোকানের জিনিসপত্রগুলো বাঁচানোর প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিভিন্ন এলাকায় মানুষের চূড়ান্ত অসহায়তার দৃশ্য ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। প্রতিকূলতার মধ্যেই মানুষের প্রাণ বাঁচাতে তৎপর এনডিআরএফ।
ভরা কটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বকখালি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র।জলের তোড়ে উল্টে যায় মাটি কাটার যন্ত্র। ভিটে-মাটি হারিয়ে সহায় সম্বলহীন বহু মানুষ। জলমগ্ন বহু এলাকা।
ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড দিঘা। সকালে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে থেকেই দিঘায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ল্যান্ডফলের পর হাওয়ার গতি আরও বাড়ে। নারকেল গাছের মাথা ছুঁয়ে ফেলে সমুদ্রের ঢেউ। জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী গ্রামগুলির। কার্যত নিশ্চিহ্ন চাঁদপুরের জলদা গ্রাম। জলমগ্ন ত্রাণ শিবির। দুর্গতরা আশ্রয় নিচ্ছেন বাঁধের ওপর। পূর্ব মেদিনীপুরে তালগাছারিতে উদ্ধারকাজে নামে সেনা। সন্দেশখালির বিভিন্ন গ্রামেও গৃহহীন বহু মানুষ।
বুদ্ধ পূর্ণিমার সকালে ভরা কোটালে উপচে পড়ল গঙ্গা। বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসে কপিল মুনির আশ্রমে জমল হাঁটু সমান জল। উন্মত্ত গঙ্গার জল আছড়ে পড়ল বেলুড় মঠের দুয়ারে। পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের পর্যটনশিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। গোসাবায় একের পর এক হোটেলে ঢুকছে জল। নোনা জল ঢুকে বারোটা বেজেছে মাছ চাষের। বাঁধ ভেঙে প্লাবিত গোসবার একাধিক গ্রাম।
ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা। দুপুরে জোয়ারের সময় গঙ্গার জলস্তর উঠতে পারে প্রায় সাড়ে ১৭ ফুটের কাছে। কলকাতা পুরসভা জানিয়েছে, গতকালের মতো আজও বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।
ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে। শক্তিক্ষয় হওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। এছাড়া, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -