SC On RG Kar Case: হাসপাতালের সুরক্ষায় একাধিক রদবদল? Face Recognition থেকে Home Drop- কী কী সুবিধা পাবেন স্বাস্থ্যকর্মীরা?
হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৪ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর ও দুষ্কৃতী তাণ্ডব নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।
এরপরই সরকারি হাসপাতালে সুরক্ষা আরও জোরদার করার নির্দেশ দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। হাসপাতালের ভিতরের পাশাপাশি বাইরেও নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে।
হাসপাতালগুলিতে কারা ভিতরে ও বাইরে প্রবেশ করছে সেদিকেও নজরদারি চালাতে বলা হয়েছে। মত্ত অবস্থায় যাতে কোনও ব্যক্তি প্রবেশ করতে না পারে তাও দেখতে হবে।
হাসপাতালের মধ্যে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হবে। সুরক্ষার ক্ষেত্রে কোনও আপস না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
মহিলা চিকিৎসক, পুরুষ চিকিৎসক এবং নার্সদের জন্য আলাদা আলাদা রেস্টিং রুম এবং ডিউটি রুমের ব্যবস্থা রাখতে হবে।
হাসপাতালের যে যে অংশগুলি সেনসিটিভ সেখানে বায়োমেট্রিক এবং ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রাখতে হবে সুরক্ষার দিকটি বিবেচনা করে।
এদিন সুপ্রিম কোর্টের তরফে এও বলা হয়, মহিলা চিকিৎসাকর্মী এবং স্বাস্থ্যকর্মী যারা কাজের পর রাতে ফিরবেন, তাঁদের সকলকে 'নাইট এসকর্ট' দিতে হবে।
রাত ১০টা থেকে ৬টা অবধি হাসপাতাল থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলিকে। সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে। হাসপাতালে ঢোকা ও বেরনোর পথের পাশাপাশি রোগীদের ওয়ার্ড, করিডরেও সিসিটিভি নজরদারির কথা বলা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -