Vaastu Tips: উপচে পড়বে সুখ-সমৃদ্ধি, সৌন্দর্য বাড়াতে ঘর সাজান সুগন্ধি মোমবাতিতে
ঘরের রূপ বাড়াতে এবং সুগন্ধ ছড়াতে অনেকেই সুগন্ধি মোমবাতি ব্যবহার করেন। হরেকরকম এই মোমবাতির একাধিক গুণও রয়েছে। বিশেষত বাস্তু মেনে রাখলে সুখ সমৃদ্ধির উপচে পড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে মোমবাতি যে কোনও জায়গায় রাখা যাবে না। তাতে হিতে বিপরীত হতে পারে। প্রশ্ন হল ঘরের ঠিক কোথায় রাখা যাবে এই সুগন্ধি মোমবাতি?
ঘরে কোনও সেল্ফ থাকলে তার উপরে বিভিন্ন উচ্চতার মোমবাতি রাখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বিভিন্ন মাপের স্ট্য়ান্ডও। তাতে ঘরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে আলো।
ডাইনিং টেবিল, কফি টেবিল বা সেন্টার টেবিলে রাখতে পারেন মোমবাতি। এর সঙ্গে রাখতে পারেন, ইন্ডোর প্ল্যান্ট, ফুলের মতো প্রাকৃতিক উপাদান। একটি পাত্রে মোমবাতি রেখে চারপাশে দিতে পারেন বিভিন্ন রঙের পাথর।
বাথরুমেও রাখতে পারেন সুগন্ধি মোমবাতি। তাতে দুর্গন্ধ যেমন দূর হবে তেমনই দিনভর গন্ধ থাকবে ভরপুর। ইউক্যালিপটাস বা ল্যাভেন্ডার সুগন্ধিযুক্ত মোমবাতি ব্যবহার করতে পারেন। বাথটাব বা বাথরুমের কোনও তাকে রাখতে পারেন এই মোমবাতি।
একজনের আপনার সম্পর্কে কী মনোভাব হতে পারে, তা প্রথম সাক্ষাতেই স্থির হয়ে যায়। তাই বাড়িতে অতিথিকে স্বাগতম জানাতে গেটে রাখতে পারেন সুগন্ধি মোমবাতি। সাইট্রাস, জুঁইয়ের মতো সুগন্ধি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
নাইটস্ট্যান্ড বা ড্রেসিং টেবিলে মোমবাতি রাখতে পারেন। তাতে শোওয়ার ঘরে শান্ত পরিবেশ বজায় রাখে। ক্যামোমাইল বা ভ্যানিলার মতো সুগন্ধ বিশ্রামের ঘুমের উন্নতি করতে পারে। তবে দাহ্য পদার্থ থেকে আগুনকে দূরে রাখতে হবে।
শুধু ঘরের ভেতরে নয়, ঘরের বাইরে রাখতে পারেন মোমবাতি। যেমন বাগানে রাখলে পোকামাকড় দূর হতে পারে। পাশাপাশি বাগান ছোট হলে রঙিন মোমবাতি শোভা বৃদ্ধি করে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -