Health News: প্ল্যানড সিজারে শিশুর ক্যান্সারের ঝুঁকি বেশি, ছোট্ট শরীরে বাসা বাঁধতে পারে লিউকেমিয়া, উঠে এল গবেষণায়

Planned C-Section Risks: বিপদের ইঙ্গিত মিলেছিল। শিশুর জন্মের পদ্ধতির সঙ্গে তার শরীরে বাসা বাঁধা রোগের সংযোগ পেলেন বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/11
মারণ রোগ থাবা বসাচ্ছে শিশুর শরীরেও। ছোট্ট শরীরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে ক্য়ান্সার। তার কার্যকারণ খুঁজতে গিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গেল, প্ল্যানড সি সেকশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (Acute Lymphoblastic Leukemia/ALL) রোগের ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাকৃতিক উপায়ে জন্মগ্রহণ করা শিশুদের চেয়ে প্ল্যানড সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এই ঝুঁকি ২১ শতাংশ বেশি প্রায়।
2/11
প্ল্যানড সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি বলে আগেও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এবার সুইডেনের একটি গবেষণাতেও একই তথ্য ধরা পড়ল। প্রসব যন্ত্রণার আগে পরিকল্পিত ভাবে অস্ত্রোপচার করে শিশুকে মায়ের গর্ভ থেকে বের করে আনার পদ্ধতিকেও প্ল্যানড সি-সেকশন বা প্ল্যানড সিজার বলা হয়।
3/11
সেই প্ল্যানড সিজারের সঙ্গে শিশুদের রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সারের সংযোগ তুলে ধরা পড়ল। যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার কথা বলা হচ্ছে, সেটি দ্রুত বর্ধনশীল রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সার। অস্থিমজ্জায় অত্যধিক অপরিণত লিম্ফোসাইট বা শ্বেতকণিকা উৎপন্ন হলে, তা থেকে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়। শিশুদের মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াই বেশি দেখা যায়। প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হন।
4/11
গত ৪ জুলাই International Journal of Cancer-এ নয়া গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। শিশুদের মধ্যে মায়ের বয়স ৩৫ বছরের বেশি হলেও, শিশুর লিউকেমিয়ার ঝুঁকি থাকে বলে উল্লেখ করা হয়েছে তাতে। গবেষকরা জানিয়েছেন, লিউকেমিয়ার সঙ্গে শিশুর শরীরে জন্মগত ত্রুটির সংযোগও মিলেছে। পাশাপাশি, পরিবেশগত, বিশেষ করে ক্ষতিকর বিকিরণেরও প্রভাব রয়েছে।
5/11
গবেষণার জব্য প্ল্যানড সিজার এবং সাধারণ ডেলিভারির মধ্যে তুলনামূলক গবেষণা চালান বিজ্ঞানীরা। গত ২০ বছরে সুইডেনে জন্ম নেওয়া ২৪ লক্ষের বেশি শিশুর রেকর্ড খতিয়ে দেখা হয়। জন্মের সময় শিশুর ওজন কত ছিল, শরীরে কী ত্রুটি ছিল, মায়ের ওজন কেমন ছিল, মা স্থূলকায় ছিলেন কিনা, তাঁর ডায়বিটিস ছিল কিনা, সব খতিয়ে দেখেন বিজ্ঞানীরা। এর পর ওই শিশুদের মধ্যে কতজনের লিউকেমিয়া হয়, মেলানো হয় তার রেকর্ড।
6/11
গবেষণায় দেখা যায়, ৩ লক্ষ ৭৫ হাজার শিশু সি সেকশনের মধ্যে জন্ম নেয়, যার মধ্যে ২ লক্ষ ১৩ হাজার শিশু প্ল্যানড সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগেই মায়ের গর্ভ থেকে বের করে আনা হয় তাদের। সবমিলিয়ে ১২০০ শিশুর শরীরে লিউকেমিয়া বাসা বাঁধে। মোট ২৪ লক্ষ শিশুকে ধরলে, তার মধ্যে ০.০৫ শতাংশের লিউকেমিয়া হয়। প্রাকৃতিক ভাবে মায়ের যৌনাঙ্গ থেকে জন্ম নেওয়া শিশুর চেয়ে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যেই লিউকেমিয়ার ঝুঁকি বেশি ছিল। প্রসব যন্ত্রণা শুরু পর হওয়া সি সেকশনের চেয়ে ঝুঁকি বেশি ছিল প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে বের করে আনা শিশুদের।
7/11
তবে প্ল্যানড সিজারের সঙ্গে শিশুদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার সংযোগ ধরা পড়লেও, ঝুঁকি ততটাও বেশি নয় বলে মত ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক জোসেফ উইমেলসের। সুইডেনের নয়া গবেষণাটির সঙ্গে যদিও যুক্ত ছিলেন না, কিন্তু তিনি জানিয়েছেন, আমেরিকায় ১ লক্ষ শিশুর মধ্যে ৪.৮ শিশুর শরীরেই লিউকেমিয়া ধরা পড়ে। তাই জোসেফের কথায়, প্ল্যানড সিজারের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি হলেও, এখনও তা ভয়ঙ্কর জায়গায় পৌঁছয়নি।
8/11
চিকিৎসা বিজ্ঞানের জগতে প্ল্যানড সিজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। অনেক ক্ষেত্রে এতে মা ও সন্তান, দু’জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়। সুইডেনের গবেষক ক্রিস্টিনা এভমোরফিয়া-কমপিৎসি জানিয়েছেন, শারীরিক সমস্যা, ঝুঁকির কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে সি সেকশন করতেই হয়। অনেক সময় যথেষ্ট পরিমাণ অক্সিজেন পৌঁছয় না। সেক্ষেত্রে অন্য উপায় থাকে না। তাই যেখানে অবশ্য প্রয়োজন, সেক্ষেত্রে তাঁদের গবেষণা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই বলে মত ক্রিস্টিনার।
9/11
অধিকাংশ ক্ষেত্রে পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই শিশুর শরীরে লিউকেমিয়া ধরা পড়ে। তাই প্ল্যানড সিজারের সঙ্গে রোগের সংযোগ ধরা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঝুঁকির কথা মাথায় রেখে সাবধানী হওয়ার সময় রয়েছে বলে মত ক্রিস্টিনার।
10/11
জন্মের আগে জেনেটিক মিউটেশনের ফলেও শরীরে প্রি-লিউকেমিয়া সেল নিয়ে জন্মাতে পারে শিশু। তবে প্ল্যানড সিজারের ক্ষেত্রে কেন লিউকেমিয়ার ঝুঁকি বেশি, তার সপক্ষে দু’টি তত্ত্ব উঠে এসেছে। ১) সাধারণ ভাবে জন্ম নেওয়া শিশুরা মায়ের যোনিপথে যে জীবাণু এবং অণুজীবের সংস্পর্শে আসে, তা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু সি সেকশনের ক্ষেত্রে তেমনটা ঘটে না। ২) প্রসব যন্ত্রণা শুরু হলে কর্টিসোলের মতো স্ট্রেস হরমোনের সংস্পর্শে আসে শিশু, যা তার শরীরে মজুত প্রি-লিউকেমিয়া সেলগুলিকে নিকেশ করে দেয়। প্ল্যানড সিজারে প্রসব যন্ত্রণার আগে শিশুকে মায়ের গর্ভ থেকে তুলে নিলে, সেই সুযোগ মেলে না।
11/11
তথ্য়সূত্র: https://www.hematologyadvisor.com/news/planned-c-section-may-be-tied-to-increased-risk-for-leukemia-in-offspring/. ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি মেনে চলতে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola