শার্ট খুলতে অরাজি, তবে সিক্স প্যাক দেখালেন টাইগার শ্রফ
1/11
আজই মুক্তি পাচ্ছে ছবিটি।
2/11
এই ছবিতে প্রথমবার বাবা জ্যাকি শ্রফের সঙ্গে অভিনয় করছেন টাইগার।
3/11
বাগী ৩-তে টাইগার-শ্রদ্ধা ছাড়া রয়েছেন রীতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখান্ডে।
4/11
তিনটি ছবিতেই নায়ক টাইগার। প্রথম ছবিটিতেও নায়িকা ছিলেন শ্রদ্ধা। বাগী ২-র নায়িকা দিশা পাটানি।
5/11
এটি বাগী সিরিজের তৃতীয় ছবি।
6/11
ছবিতে টাইগারের বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কপূর।
7/11
বাগী ৩-র ট্রেলার সবে মুক্তি পেয়েছে।
8/11
কিন্তু সলমন খানের মত পুরো শার্ট খুলতে রাজি হননি টাইগার। তবে হাসি মুখে দেখান নিজের সিক্স প্যাক।
9/11
তাঁরা প্রিয় নায়ককে শার্ট খুলে অ্যাবস দেখাতে বলেন।
10/11
হাজির ছিলেন টাইগারের অনুরাগীরা।
11/11
বাগী ৩-র নায়ক টাইগার শ্রফ মুম্বইয়ের চিত্রকূট গ্রাউন্ডে ছবির একটি বিশাল হোর্ডিং উন্মোচন করলেন।
Published at :
Tags :
Tiger Shroff