সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তায় তৃণমূল? মরিয়া বিজেপিও? মোদি মমতার কথার লড়াই!

এই প্রেক্ষাপটে কি সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে কিছুটা চিন্তায় তৃণমূল? তাই কি সংখ্য়ালঘুদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মোদি - মমতা

1/9
সংখ্যালঘু ভোট টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই দলই। দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2/9
মুসলিমদের নিয়ে সত্যিকারের চিন্তা করলে, তাঁরা শিক্ষা ও উপার্জনে পিছিয়ে থাকত না। ভোপালে বিরোধীদের একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
3/9
মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুরের মতো সংখ্য়ালঘু অধ্য়ুষিত জেলায় তৃণমূলে ভাঙছে, কংগ্রেস-সিপিএমের আংশিক হলেও, শক্তিবৃদ্ধি ঘটছে।
4/9
এই প্রেক্ষাপটে কি সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে কিছুটা চিন্তায় তৃণমূল? তাই কি সংখ্য়ালঘুদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
5/9
তাৎপর্যপূর্ণ বিষয় হল, সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে থাবা বসাতে মরিয়া বিজেপিও। সম্প্রতি মিশর সফরে গিয়ে আল হাকিম মসজিদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটির সংস্কার হয়েছে, গুজরাতের মুসলিম দাউদি বোহরা সম্প্রদায়ের অনুদানের টাকায়।
6/9
বছরের শেষেই মধ্য়প্রদেশে ভোট। আর মধ্য়প্রদেশে প্রায় আড়াই লক্ষ বোহরা সম্প্রদায়ের মানুষের বাস! তাই কি ভোটমুখী বাংলা হোক কিংবা বিধানসভা ভোটমুখী বিজেপিও মুসলিম ভোট টানতে মরিয়া?
7/9
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, হঠাৎ কয়েকজন বোহরা মুসলিমের ছবি দিয়ে বলছে আমরা মুসলিম দরদী। মুসলিমদের মেরে এখন দরদী সাজছে !
8/9
অন্যদিকে আবার ভোপালে গিগে মোদি বললেন, সত্যিটা হল, এরা মুসলিম মুসলিম করে। যদি ওরা সত্যি করে মুসলিমের কথা ভাবত, তাহলে আমার মুসলিম ভাই-বোনেরা শিক্ষায় পিছিয়ে থাকত না, উপার্জনে পিছিয়ে থাকত না।
9/9
২৪-এর লোকসভা নির্বাচন যদি ফাইনাল হয়, তাহলে বাংলায় সেমিফাইনাল অবশ্যই পঞ্চায়েত নির্বাচন। শেষমেশ কাদের পাশে থাকবেন সংখ্যালঘুরা, ছবিটা পরিষ্কার হয়ে যাবে ১১ জুলাই।
Sponsored Links by Taboola