সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তায় তৃণমূল? মরিয়া বিজেপিও? মোদি মমতার কথার লড়াই!
সংখ্যালঘু ভোট টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই দলই। দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুসলিমদের নিয়ে সত্যিকারের চিন্তা করলে, তাঁরা শিক্ষা ও উপার্জনে পিছিয়ে থাকত না। ভোপালে বিরোধীদের একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুরের মতো সংখ্য়ালঘু অধ্য়ুষিত জেলায় তৃণমূলে ভাঙছে, কংগ্রেস-সিপিএমের আংশিক হলেও, শক্তিবৃদ্ধি ঘটছে।
এই প্রেক্ষাপটে কি সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে কিছুটা চিন্তায় তৃণমূল? তাই কি সংখ্য়ালঘুদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তাৎপর্যপূর্ণ বিষয় হল, সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে থাবা বসাতে মরিয়া বিজেপিও। সম্প্রতি মিশর সফরে গিয়ে আল হাকিম মসজিদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটির সংস্কার হয়েছে, গুজরাতের মুসলিম দাউদি বোহরা সম্প্রদায়ের অনুদানের টাকায়।
বছরের শেষেই মধ্য়প্রদেশে ভোট। আর মধ্য়প্রদেশে প্রায় আড়াই লক্ষ বোহরা সম্প্রদায়ের মানুষের বাস! তাই কি ভোটমুখী বাংলা হোক কিংবা বিধানসভা ভোটমুখী বিজেপিও মুসলিম ভোট টানতে মরিয়া?
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, হঠাৎ কয়েকজন বোহরা মুসলিমের ছবি দিয়ে বলছে আমরা মুসলিম দরদী। মুসলিমদের মেরে এখন দরদী সাজছে !
অন্যদিকে আবার ভোপালে গিগে মোদি বললেন, সত্যিটা হল, এরা মুসলিম মুসলিম করে। যদি ওরা সত্যি করে মুসলিমের কথা ভাবত, তাহলে আমার মুসলিম ভাই-বোনেরা শিক্ষায় পিছিয়ে থাকত না, উপার্জনে পিছিয়ে থাকত না।
২৪-এর লোকসভা নির্বাচন যদি ফাইনাল হয়, তাহলে বাংলায় সেমিফাইনাল অবশ্যই পঞ্চায়েত নির্বাচন। শেষমেশ কাদের পাশে থাকবেন সংখ্যালঘুরা, ছবিটা পরিষ্কার হয়ে যাবে ১১ জুলাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -