TMC 21 July Rally: দুর্নীতি, কেলেঙ্কারিতে কড়া মমতা-অভিষেক, কী বার্তা ২১ জুলাইয়ের মঞ্চ থেকে
১৯৯৩ সালের ২১ জুলাই আন্দোলন করতে গিয়ে মৃত্যু হওয়া ১৩ জনের স্মৃতিতে প্রতিবছরের মতো এবছরও শহিদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস।(ছবি সৌজন্য -এআইটিসি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজুন মাসে শেষ হওয়া লোকসভা ভোটে রাজ্যে ২৯ আসন পাওয়ার পরে এটাই সবথেকে বড় সমাবেশ ছিল রাজ্যের শাসকদলের। সেই উপলক্ষের রাজ্যে প্রতিটি প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন কলকাতায়।(ছবি সৌজন্য -এআইটিসি)
অসংখ্য মানুষের ভিড়ে কয়েক ঘণ্টার জন্য গোটা কলকাতাজুড়ে প্রায় স্তব্ধ হয়ে গেছিল যান চলাচল। ধর্মতলা ও তার আশপাশের এলাকায় চোখে পড়ছিল শুধু মানুষের কালো মাথা।(ছবি সৌজন্য -এআইটিসি)
২১ জুলাইয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রচুর মানুষ রবিবার এসেছিলেন কলকাতায়। তাঁদের ভিড় ছড়িয়ে পড়েছিল কলেজ স্ট্রিট থেকে শুরু করে পার্কস্ট্রিট, বড়বাজার থেকে শিয়ালদা পর্যন্ত।(ছবি সৌজন্য -এআইটিসি)
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতার প্রাণকেন্দ্রে কয়েক লক্ষ মানুষের ভিড় জমালেও শান্তি বিঘ্নিত হওয়ার কোনও ঘটনা ঘটেনি।(ছবি সৌজন্য -এআইটিসি)
রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দিতে আসা দলীয় নেতা,কর্মী ও সমর্থকদের মঞ্চ প্রণাম জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(ছবি সৌজন্য -এআইটিসি)
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে ২১-এর মঞ্চ থেকে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।(ছবি সৌজন্য -এআইটিসি)
মানুষের হয়ে কাজ না করলে ব্যবস্থা নেব। ২১-এর মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।(ছবি সৌজন্য -এআইটিসি)
উন্নয়নের কাজ না হলে পুরসভার চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার ধর্মতলার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক।(ছবি সৌজন্য -এআইটিসি)
১৩ জন শহিদের স্মৃতিতে তৈরি হওয়া স্মারক বেদির সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।(ছবি সৌজন্য -এআইটিসি)
ধর্মতলায় সমাবেশের মঞ্চে ওঠার আগে ১৯৯৩ সালে ২১ জুলাই শহিদ হওয়া ১৩ জনের স্মৃতিতে তৈরি হওয়া বেদির সামনে ফুল নিবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(ছবি সৌজন্য -এআইটিসি)
তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশে যোগ দিতে এসেছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত হাতে মিলিয়ে আগামী দিন একসঙ্গে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।(ছবি সৌজন্য -এআইটিসি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -