Train Tatkal Ticket Booking: যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের, তৎকাল টিকিট কাটার নিয়মে বদল; কবে থেকে চালু?

Indian Railway: এবার থেকে তৎকাল বুকিংয়ে আধার কার্ডের ই-অথেন্টিকেশন বাধ্যতামূলক হচ্ছে

ছবি সৌজন্যে - PTI

1/10
রেলের তৎকাল টিকিট কাটার নিয়মে বদল। টিকিট বুকিংয়ে কালোবাজারি রুখতে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। 
2/10
IRCTC থেকে তৎকাল টিকিট কাটতে ১ জুলাই থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে তৎকাল বুকিংয়ে আধার কার্ডের ই-অথেন্টিকেশন বাধ্যতামূলক হচ্ছে। অর্থাৎ তৎকাল টিকিট বুকিং হবে আধারের তথ্য যাচাই করে। 
3/10
দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট বুক করতে গিয়ে প্রায় সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। বারবার ওঠে দুর্নীতির অভিযোগ, দালালদের দৌরাত্ম্য়ের অভিযোগ।
4/10
যাত্রীদের অভিযোগ, তৎকালের টিকিট কিছুতেই মিলছে না। উইন্ডো খোলা মাত্রই নিমেষে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।
5/10
এই অভিযোগ পাওয়ার পরেই তৎকাল টিকিট বুকিংয়ে বড়সড় বদল আনল রেল। রেলযাত্রীদের বারবার ক্ষোভ-অসন্তোষের পর এবার, আসরে নামলেন খোদ রেলমন্ত্রী।
6/10
X হ্যান্ডেলে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, তৎকাল টিকিট বুকিংয়ে, ১ জুলাই থেকে আধার অথেনটিকেশন চালু করতে চলেছে ভারতীয় রেল। ১৫ জুলাই থেকে আধার ভিত্তিক OTP চালু করা হচ্ছে। 
7/10
এজেন্টদের তরফে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নিয়ম বদল হয়েছে। এবার থেকে উইন্ডো খোলার প্রথম আধঘণ্টা এজেন্টরা কোনও টিকিট কাটতে পারবেন না তৎকাল টিকিটে। 
8/10
ভারতীয় রেল সূত্রে খবর, এই মুহূর্তে, দেশজুড়ে IRCTC-তে প্রায় ১৩ কোটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে প্রায় ২ কোটি ২০ লক্ষ অ্যাকাউন্ট আধার সংযুক্ত।
9/10
বাকি বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য নেই রেলের কাছে। গত কয়েক মাসে অস্বাভাবিকভাবে টিকিট কাটা হয়েছে বহু অ্য়াকাউন্ট থেকে। এর জেরে রেলের তরফে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে প্রায় ২০ লক্ষ অ্যাকাউন্ট।
10/10
ভারতীয় রেল সূত্রে খবর, নয়া পদ্ধতি চালু হলে, প্রোফাইল খোলার ৩ দিন পরে কাটা যাবে টিকিট। তার ফলে, ভুয়ো ইউজার আইডি ও জাল পিএনআর জেনারেশন ঠেকানো যাবে।
Sponsored Links by Taboola