বইপাড়া দিয়ে বই পড়তে পড়তে অলস যাত্রা, নস্টালজিয়া ফিরিয়ে আনতে চালু হল ট্রাম লাইব্রেরি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা রাজ্যেরই ছোট লাইব্রেরিগুলো যখন নাভিশ্বাস তুলছে, তখন এই ট্রাম লাইব্রেরি ব্যতিক্রম হবে বলে বইপ্রেমীরা আশা করছেন।
রয়েছে পত্রিকা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার বই। পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে বিনা মূল্যে। শীততাপ নিয়ন্ত্রিত ট্রামে এভাবে পড়তে পড়তে যাওয়া যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে বলে মনে করছে ট্রাম কর্তৃপক্ষ।
ট্রামের একেবারে পিছনে রয়েছে বাংলা, ইংরেজি বই। রয়েছে নিখরচায় ওযাইফাই, যাতে যাত্রী চাইলে ইবুকও পড়তে পারেন।
এক কামরার ট্রামটি ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট হয়ে যায় শ্যামবাজার পর্যন্ত। আছে ৩২টি আসন। ভাড়া ২০ টাকা।
২৪ সেপ্টেম্বর কলকাতায় চালু হয়েছে ট্রাম লাইব্রেরি। এর আগে শহরে ভ্রাম্যমাণ লাইব্রেরি ছিল ঠিকই কিন্তু ট্রামে চড়ে বই পড়ার সুযোগ এই প্রথম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -