October Travel Destinations: উৎসবের মাস, অক্টোবরে ভ্রমণের অন্যতম আদর্শ ঠিকানা দেশের এই জায়গাগুলি
উৎসবের মাস অক্টোবর। তাই ছুটি কাটানোর আদর্শ সময় এটা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৈচিত্রে ভরা ভারতে ভ্রমণের আদর্শ সময় অক্টোবর। দেখে নেওয়া যাক এই সময়ে দেশের কোন কোন জায়গা ঘুরে বেড়ানো যেতে পারে।
এই তালিকায় অবশ্যই প্রথমে উঠে আসবে ছবির মতো সুন্দর কাশ্মীর। সৌন্দর্যের জন্য 'পৃথিবীর ভূস্বর্গ' হিসাবে এমনিতেই খ্যাত এই উপত্যকা।
কাশ্মীরে সুন্দর সুন্দর পাহাড়, উপত্যকা, ধর্মীয় স্থান এবং স্থানীয় সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন। তার জন্য অবশ্যই আদর্শ সময় এই অক্টোবর মাস।
রোমাঞ্চের জন্য ঘুরতে চাইলে অক্টোবরে আদর্শ জায়গা ঋষিকেশ। বর্ষা শেষ হতেই ক্যাম্পিং, ট্রেকিং, রিভার ব়্যাফ্টিংয়ের জন্য আদর্শ ঠিকানা হয়ে ওঠে এই জায়গা।
বিশ্বের যোগ রাজধানী ঋষিকেশে অনেক স্কুল ও ধ্যান কেন্দ্র রয়েছে, যেখানে শরীরকে দু'দণ্ড অবসর দেওয়া যেতে পারে।
এই মাসে ভ্রমণের অন্যতম ঠিকানা হতে পারে শিলংও। আনারস গাছ ও পাহাড় ঘেরা শিলংকে 'স্কটল্যান্ড অফ দ্য ইস্ট' বলতেন ব্রিটিশরা। মনোরম পরিবেশের জন্য উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা পর্যটন গন্তব্য এটি।
অক্টোবরে বর্ষার মরসুম শেষ হয়ে গেলে প্রকৃতি তার অপরূপ মহিমা নিয়ে ধরা দেয় কেরলে। শান্ত ব্যাকওয়াটারগুলি হাউসবোটে ভ্রমণের জন্য অসাধারণ, স্থির জল এবং নারকেল-খেজুরের মধ্যে একটি স্বস্তিদায়ক আশ্রয় হয় ওঠে এই রাজ্য। কেরলের পাহাড়ি শহরগুলি, যেমন- মুন্নার এবং ওয়েনাড়ও অপূর্ব সুন্দর হয়ে ওঠে।
এই তালিকায় অপর একটি সংযোজন কর্ণাটকের মহীশূর। দশেরার সময় রাস্তায় হাতি এবং রঙিন কুচকাওয়াজ দেখা যায়। মহীশূর প্রাসাদের চমৎকার আলো শহরের পরিবেশকে মহামান্বিত করে তোলে। উৎসবের জন্য অক্টোবর মাসে মহীশূর অবশ্যই একটি পরিদর্শনযোগ্য জায়গা।
পর্যটনের ব্যস্ততম মাস অক্টোবরেই শুরু হয় গোয়ায়। আবহাওয়া ভাল থাকলে উপকূলীয় এই সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। এখানকার সৈকত আপনার প্রাণ জুড়িয়ে দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -