Bengaluru News: প্রবল ঝড়-বৃষ্টি বেঙ্গালুরুতে, শিকড় উপড়ে পড়ল গাছ, রাস্তায় জল জমে ভোগান্তি
বেঙ্গালুরুতে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে চরম ভোগান্তি। প্রভাব পড়ল পরিবহণেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝড়ের জেরে , শহরের একাধিক এলাকায় শিকড় উপড়ে গাছ পড়ে রয়েছে রাস্তায়।
কোথাও আবার বাড়ির চালার উপর, কোথাওবা দোতালার বাড়ির বারান্দায় কারেন্টের তার ছিড়ে পড়েছে।
প্রবল বর্ষণের জেরে রাস্তাতেও জল জমে একাকার। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে এলাকার বাসিন্দারা।
তবে বেঙ্গালুরুই নয়, প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে ভিন রাজ্যে।
রবিবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার জাজপুরে বৈতরণী নদীর ওপর দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন।
বন্ধ হয়ে যায় আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি পুরী-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেসে।
রেল সূত্রে খবর, প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের উইন্ড স্ক্রিন ও সামনের অনেকটা অংশ এবং এর একটি কামরার কাঁচ।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, নিভে যায় ট্রেনের আলো ও বন্ধ হয়ে যায় এসি। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। দীর্ঘক্ষণ পর ট্রেনের কামরায় ব্যাটারির মাধ্যমে আলো জ্বালানো হয়। তবে এসি বন্ধ থাকায় গরমে নাকাল হন যাত্রীরা।
অন্য ইঞ্জিনের সাহায্যে বন্দে ভারতকে নিয়ে আসা হয়। হাওড়ায় পৌঁছে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। রেল সূত্রে খবর, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। ফলে সোমবার হাও়ড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -