Bengaluru News: প্রবল ঝড়-বৃষ্টি বেঙ্গালুরুতে, শিকড় উপড়ে পড়ল গাছ, রাস্তায় জল জমে ভোগান্তি
Bengaluru News: বেঙ্গালুরুতে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে চরম ভোগান্তি। প্রভাব পড়ল পরিবহণেও।
প্রবল ঝড়-বৃষ্টি বেঙ্গালুরুতে, শিকড় উপড়ে পড়ল গাছ, রাস্তায় জল জমে ভোগান্তি
1/11
বেঙ্গালুরুতে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে চরম ভোগান্তি। প্রভাব পড়ল পরিবহণেও।
2/11
ঝড়ের জেরে , শহরের একাধিক এলাকায় শিকড় উপড়ে গাছ পড়ে রয়েছে রাস্তায়।
3/11
কোথাও আবার বাড়ির চালার উপর, কোথাওবা দোতালার বাড়ির বারান্দায় কারেন্টের তার ছিড়ে পড়েছে।
4/11
প্রবল বর্ষণের জেরে রাস্তাতেও জল জমে একাকার। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে এলাকার বাসিন্দারা।
5/11
তবে বেঙ্গালুরুই নয়, প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে ভিন রাজ্যে।
6/11
রবিবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার জাজপুরে বৈতরণী নদীর ওপর দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন।
7/11
বন্ধ হয়ে যায় আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি পুরী-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেসে।
8/11
রেল সূত্রে খবর, প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের উইন্ড স্ক্রিন ও সামনের অনেকটা অংশ এবং এর একটি কামরার কাঁচ।
9/11
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, নিভে যায় ট্রেনের আলো ও বন্ধ হয়ে যায় এসি। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
10/11
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। দীর্ঘক্ষণ পর ট্রেনের কামরায় ব্যাটারির মাধ্যমে আলো জ্বালানো হয়। তবে এসি বন্ধ থাকায় গরমে নাকাল হন যাত্রীরা।
11/11
অন্য ইঞ্জিনের সাহায্যে বন্দে ভারতকে নিয়ে আসা হয়। হাওড়ায় পৌঁছে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। রেল সূত্রে খবর, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। ফলে সোমবার হাও়ড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
Published at : 22 May 2023 10:41 AM (IST)