Boris Johnson In India: রেড কার্পেটে উষ্ণ অভ্যর্থনা, দেখে নিন ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছবি
UK PM Boris Johnson's ceremonial welcome
1/10
দূর থেকে কাছে: ভারতের বন্ধু হতে আরও একধাপ এগোল ব্রিটেন। ভারত সফরে এসে আপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রপী বরিস জনসন।
2/10
কেন দূরে থাকো.. ব্রিট্রিশ প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে অন্য সমীকরণ। ভারতের থেকে কী প্রত্যাশা ব্রিটেনের ?
3/10
একান্ত আলাপচারিতা : রাশিয়ার ইউক্রেনের ওপর হামলা ভালভাবে নেয়নি ব্রিটেন। রাশিয়াকে একগরে করতে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতকেও পাশে চেয়েছে বরিস জনসনের ব্রিটেন।
4/10
স্বাগত হে অতিথি : বিশ্বায়নের যুগে ভারত-ব্রিটেন বাণিজ্যের দ্বার আরও উন্মুক্ত হবে। অন্তত তেমনই ভাবছে ব্রিটেন। দেশে ব্রিটেনের কোম্পানিগুলি ইউনিট খুলুক, চায় ভারত।
5/10
পরিচয় পর্ব : ভারত-ব্রিটেন সম্পর্কে জুড়তে চলেছে আরও অনেক কিছু। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়াতে ভারতের সঙ্গে এবার কাজ করবে ব্রিটেন।
6/10
নতুন ফাইটার জেট প্রযুক্তি, হেলিকপ্টার ও সমুদ্রের নিচে যুদ্ধক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা হবে ভারত -ব্রিটেনের মধ্যে।
7/10
ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে ভারত-ব্রিটেন একসঙ্গে কাজ করবে। যা নিয়ে নয়াদিল্লির সঙ্গে বৈঠক করবে ব্রিটেন।
8/10
তোমারে সেলাম : ভারত সফরে এসে ১বিলিয়ন পাউন্ডের বিদেশি বিনিয়োগ তথা রফতানি চুক্তি করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে লাভবান হবে দুই দেশ।
9/10
উপমহাদেশে নিরাপত্তা তথা জঙ্গি কার্যকলাপ রুখতে একসঙ্গে কাজ করবে ভারত। সেই ক্ষেত্রে সামরিক হাতিয়ার তৈরি নিয়েও দুই দেশের কথা হবে।
10/10
রাশিয়ার থেকে ভারতের কম দামে তেল কেনা নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব। ভারত সফরে এসে সেই প্রসঙ্গ তুলেছিলেন ব্রিটেনের বিদেশসচিব। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফরে সেই প্রসঙ্গ উঠবে বলেই আশা করা হচ্ছিল। যদিও প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে রাশিয়া প্রসঙ্গে তুললেন না জনসন। উল্টে ভারত নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে।
Published at : 22 Apr 2022 12:29 PM (IST)