Manipur Violence : মণিপুরে সীমান্ত-শহর পরিদর্শন, পৃথক সম্প্রদায়ের মানুষ, নাগরিক সমাজের সঙ্গে কথা শাহ-র
আজ মণিপুরের মোরে-তে নিরাপত্তা আধিকারিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাঙ্গপোকপির একটি ত্রাণশিবিরে পরিদর্শনে যান তিনি। সেখানে কুকি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কুকি সম্প্রদায়ের মানুষের বক্তব্য জানতে চান । পাশাপাশি সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন শাহ।
এক বাচ্চার পিঠে হাত বুলিয়ে দিতে এবং অপর এক বাচ্চার সেল্ফি তোলার আবদার মেটাতে দেখা যায় শাহকে।
পরে ট্যুইট করে জানান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবং ত্রাণশিবিরের মানুষদের বাড়ি ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।
কাঙ্গপোকপিতে নাগরিক সমাজের একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেই বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাঁকে আশ্বস্ত করেন, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ফিরিয়ে আনতে তাঁরা সরকারের সঙ্গে একযোগে কাজ করবেন।
এরপরে ইম্ফলে মেইটি ত্রাণশিবির পরিদর্শনে যান শাহ। সেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন।
তাঁদের অভাব-অভিযোগের কথা জানতে চান। পরে সেখানকার রন্ধনশালার আয়োজন খতিয়ে দেখেন।
চলতি মাসের গোড়ায় মেইটিস ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ার পর এটাই উত্তর-পূর্বের রাজ্যে প্রথম সফর শাহর। অশান্তি বিধ্বস্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য চার দিনের সফরে মণিপুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -