UP Election 2022:এবার নয়া লুকে উত্তরপ্রদেশের সেই হলুদ শাড়ি পরা পোলিং অফিসার, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মধ্যেই ফের শিরোনামে মহিলা পোলিং অফিসার রীনা দ্বিবেদি। ২০১৯-এর লোকসভা ভোটে ওই মহিলা পোলিং অফিসারের হলুদ শাড়ি পরা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলখনউয়ের বাসিন্দা রিনা দ্বিবেদি এবার লখনউয়ের মোহনলালগঞ্জ বিধানসভার গোঁসাইগঞ্জ বুথে ভোটের কাজের দায়িত্বে রয়েছেন।
২০১৯-এর ভোটে তাঁকে হলুদ শাড়ি পরে দেখা গিয়েছিল। এবার পশ্চিমী পোশাকে দেখা গিয়েছে। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ছড়িয়ে পড়েছে।
রিনা দ্বিবেদি লখনউতে পূর্ত বিভাগে করণিক পদে কর্মরত। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও নিজের রাজ্যের থেকে বেশি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ইন্টারনেটে তাঁকে নিয়ে সার্চ হয়েছে। গুগল ট্রেন্ডসের পরিসংখ্যান অনুযায়ী, রিনা দ্বিবেদির হলুদ শাড়ি পরা ছবি ভাইরাল হওয়ার পর তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ও টিকটক অ্যাকাউন্ট খোঁজার চেষ্টা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় রিনা দ্বিবেদির ছবি প্রচুর শেয়ার হয়েছে। দেশ ছাড়িয়ে সৌদি আরবেও ইন্টারনেটে তাঁকে নিয়ে সার্চ হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি বুথের সামনে তোলা হয়েছিল। তখন তিনি তাঁর ভোটের ডিউটিতে যাচ্ছিলেন।
রিনা দ্বিবেদি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর ছবি ও ভিডিও শেয়ার করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়।
এবারের ভোটের ডিউটিতে পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্নের উত্তরে একটু হেসে তিনি বলেছেন, কিছুটা বদল প্রয়োজন।
আপাতত এই পোলিং অফিসারের নয়া লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -