1000 Days of Periods: টানা ১০০০ দিন ধরে পিরিয়ডস, চিকিৎসা করিয়েও রেহাই পাননি তরুণী, অবশেষে জানা গেল রোগের কারণ

Health News: দুচার দিন নয়, টানা ১০০০ দিন ধরে চলেছে পিরিয়ডস। ঘটনা জেনে চমকে গেলেন সকলে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
দু’চার দিন নয়, একটানা প্রায় ১০০০ দিন ধরে চলছিল ঋতুস্রাব। বহু ডাক্তার দেখিয়েও রোগের নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত যে তথ্য সামনে এল, তাতে হতবাক রোগী এবং বাকি সকলেও।
2/10
TikTok-এ নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমেরিকা নিবাসী ওই মহিলা। রোগের যে বর্ণনা দিয়েছেন তিনি, তাতে চমকে গিয়েছেন সকলে।
3/10
Poppy নামের ওই মহিলা জানিয়েছেন, কিছু যে একটা গন্ডগোল হচ্ছে, একটানা দু’সপ্তাহ ঋতুস্রাব চলাকালীনই বুঝে যান তিনি। সেই সময়ই চিকিৎসকদের কাছে ছোটেন।
4/10
চিকিৎসকরা হাজারো পরীক্ষা করাতে পাঠান Poppy. হাজারো ওষুধ খান তিনি। কিন্তু বন্ধ হয়নি রক্তক্ষরণ। জরায়ুতে সিস্ট ধরা পড়ে তাঁর। কিন্তু রক্তক্ষরণের কারণ কী, জানা যায়নি।
5/10
পপি জানিয়েছেন, শরীরে আয়রনের মাত্রায় ঘাটতি ছিল তাঁর। কেন এত রক্তক্ষরণ বুঝতে পারছিলেন না চিকিৎসকরাও। অথচ তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একটানা তলপেটে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, সেই সঙ্গে বমি বমি ভাব, শরীর ভেঙে পড়ে।
6/10
তিন মাস একটানা ঋতুস্রাব হওয়ার পর Hysteroscopy হয় Poppy-র। কিন্তু তাতেও সঠিক কারণ বুঝতে পারেননি চিকিৎসকরা। এক চিকিৎসক নতুন পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন। শরীরে IUD প্রবেশ করানো হয়। কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি পাননি Poppy.
7/10
এই করেই কেটে যায় এক বছর। MRI, Ultrasound কিছুতেই ধরা পড়েনি রোগের কারণ। এর ফেল ধীরে ধীরে অন্ধকারে চলে যান Poppy. অবসাদে ডুবে যান, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।
8/10
শেষ পর্যন্ত ঋতুস্রাবের ৯৫০ তম দিনে রোগের কারণ খোলসা হয় Poppy-র কাছে। এ ব্যাপারে তাঁকে সাহায্য় করেন TikTok-এ তাঁর অনুগামীরাও। একটি আলট্রাসাউন্ড অনুযায়ী বোঝা যায় যে তাঁর যে রোগ, তার জন্য দায়ী Bicornuate Uterus.
9/10
Bicornuate Uterus আসেল হৃদয়ের আকারের জরায়ু (Heart Shaped Uterus). এক্ষেত্রে জরায়ু দু’টি কুঠুরিতে বিভক্ত হয়। তিন-চার মাস ঋতুস্রাব চলাকালীন যে আলট্রাসাউন্ট করিয়েছিলেন Poppy, সেই সময়ই জরায়ুর ওই আকার ধরা পড়েছিল। কিন্তু চিকিৎসকরাই বুঝতে পারেননি।
10/10
জানা যাচ্ছে, Bicornuate Uterus জরায়ুর একটি বিরল অবস্থা, যা ৫ শতাংশ মহিলার মধ্যেই পরিলক্ষিত হয়। এক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ঋতুস্রাব চলে, যা অত্যন্ত যন্ত্রণাদায়কও হয়। Poppy জানিয়েছেন, ওই তিনবছর রোজ কেঁদেছেন তিনি। নিজের যাবতীয় সঞ্চয় চিকিৎসায় বেরিয়ে গিয়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন Poppy. প্রত্যেক দিন ঋতুস্রাব নিয়ে বাঁচতে না হয়, এমন দিনের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।
Sponsored Links by Taboola