Uttarakhand Flood Pics: দেবভূমে ফের দুর্যোগ, প্রকৃতির রুদ্ররূপের নিশান উত্তরাখণ্ডজুড়ে
১০৭ বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে। আর যার জেরে কার্যত লন্ডভণ্ড দেবভূমি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্যোগের জেরে বহু জায়গা জলমগ্ন। ভেঙেছে বাড়ি-ঘর, একাধিক রাস্তায় নেমেছে ধস।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একাধিক জায়গাতেই উদ্ধারকাজে নামতে হয়েছে সেনা, এনডিআরএফকে।
গড়ে ২০০ থেকে ৪০০ মিলিমিটার, কিছু জায়গায় ৫০০ মিলিমিটার, গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এতটাই বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বৃষ্টি বিপর্যন্ত বিভিন্ন এলাকা আকাশপথে পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
স্থানীয়রা যেমন পড়েছেন বিপদে, তেমনই উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রশাসন সূত্রে খবর, সংখ্যাটা প্রায় ২ হাজার।
গত কয়েক বছর ধরেই বারবার প্রকৃতির রুদ্ররূপের মুখে পড়তে হয়েছে উত্তরাখণ্ডকে।
কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও বড়সড় ধস, একাধিকবার বিপর্যস্ত হতে হয়েছে দেবভূমিকে।
প্রশাসনের সূত্রে খবর, বৃষ্টি বিপর্যয়ের মাঝে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।
গোটা পরিস্থিতিতে জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য। (ছবি সৌজন্য-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -