Uttarakhand Flood Pics: দেবভূমে ফের দুর্যোগ, প্রকৃতির রুদ্ররূপের নিশান উত্তরাখণ্ডজুড়ে
Uttarakhand Flood Pics
1/10
১০৭ বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে। আর যার জেরে কার্যত লন্ডভণ্ড দেবভূমি।
2/10
দুর্যোগের জেরে বহু জায়গা জলমগ্ন। ভেঙেছে বাড়ি-ঘর, একাধিক রাস্তায় নেমেছে ধস।
3/10
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একাধিক জায়গাতেই উদ্ধারকাজে নামতে হয়েছে সেনা, এনডিআরএফকে।
4/10
গড়ে ২০০ থেকে ৪০০ মিলিমিটার, কিছু জায়গায় ৫০০ মিলিমিটার, গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এতটাই বৃষ্টি হয়েছে।
5/10
মঙ্গলবার বৃষ্টি বিপর্যন্ত বিভিন্ন এলাকা আকাশপথে পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
6/10
স্থানীয়রা যেমন পড়েছেন বিপদে, তেমনই উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রশাসন সূত্রে খবর, সংখ্যাটা প্রায় ২ হাজার।
7/10
গত কয়েক বছর ধরেই বারবার প্রকৃতির রুদ্ররূপের মুখে পড়তে হয়েছে উত্তরাখণ্ডকে।
8/10
কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও বড়সড় ধস, একাধিকবার বিপর্যস্ত হতে হয়েছে দেবভূমিকে।
9/10
প্রশাসনের সূত্রে খবর, বৃষ্টি বিপর্যয়ের মাঝে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।
10/10
গোটা পরিস্থিতিতে জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য। (ছবি সৌজন্য-PTI)
Published at : 20 Oct 2021 05:00 AM (IST)