Uttarakhand Glacier Collapse Pics: উদ্ধার আরও ৬ দেহ, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০
উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রাম থেকে আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করলেন আইটিবিপি জওয়ানরা। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়়ে হল ৫০। ছবি সৌজন্যে ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত রবিবার তুষারধস নামার পর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। এখনও নিখোঁজ বহু মানুষ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ছবি সৌজন্যে ট্যুইটার
এনডিআরএফ, এসডিআরএফ, উত্তরাখণ্ড পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার ও ত্রাণকার্য চালিয়ে যাচ্ছেন আইটিবিপি জওয়ানরা। ছবি সৌজন্যে ট্যুইটার
এখনও বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম। সেখানকার বাসিন্দাদের কাছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন আইটিবিপি জওয়ানরা। ছবি সৌজন্যে ট্যুইটার
রেনি গ্রামে পানীয় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। ছবি সৌজন্যে ট্যুইটার
মাটি কাটার যন্ত্রের সাহায্যে তপোবন সুড়ঙ্গ থেকে এখনও জল-কাদা বের করার কাজ চলছে। ছবি সৌজন্যে ট্যুইটার
জোশীমঠে তুষারধসের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তপোবন বিদ্যুৎ প্রকল্পের। ছবি সৌজন্যে ট্যুইটার
জোশীমঠের কাছে বানের জলের তোড়ে একাধিক সেতু ভেঙে গিয়েছে। সেগুলি দ্রুত মেরামত করার চেষ্টা চালাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এই উদ্ধারকাজ সামিল হয়েছে আইটিবিপি-ও। ছবি সৌজন্যে ট্যুইটার
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত জানান, কী কারণে এই বিপর্যয়, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে এখনও তদন্ত রিপোর্টের কথা জানা যায়নি। ছবি সৌজন্যে ট্যুইটার
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পরিবেশ-বিধি লঙ্ঘন করে একের পর এক বিদ্যুৎ প্রকল্প, যত্রতত্র নির্মাণের ফলেই এই বিপর্যয় নেমে এসেছে। ছবি সৌজন্যে ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -