Uttarakhand Tunnel Collapse: ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা, টানেল-বিপর্যয়ে বিকল্প পথে চলছে উদ্ধারকাজ
উত্তরকাশীতে টানেল-বিপর্যয়ে ৫টি বিকল্প পথে উদ্ধারকাজ চলছে।এর মধ্যে সিল্কিয়ারার দিক থেকে ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে চলছে ড্রিলিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ ছাড়াও, পাহাড়ের দু’পাশ থেকে দুটি এবং পাহাড়ের ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা চলছে।
মূলত সিল্কিয়ারার দিক থেকে সমান্তরাল পথে ড্রিলিং চালিয়েই আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
সেখানে বসানো হয়েছে বিদেশি অগার মেশিন। ধসে বিপর্যস্ত ৬০ মিটার জায়গার মধ্যে গতকালই ২২ মিটার জায়গায় মাইক্রো টানেল বসানোর কাজ শেষ হয়েছে।
ড্রিলিং চলাকালীন টানেলে ধস নামলে জরুরি ভিত্তিতে বসানো হবে কংক্রিটের ব্লক।
উত্তরকাশীতে টানেল-বিপর্যয়ে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ ছাড়াও ৫টি সংস্থা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।
উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের দূরত্ব ৩০ কিলোমিটার। গত কয়েকবছর ধরেই পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল।
টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। যাতায়াতের দূরত্ব কমাতেই তৈরি হচ্ছিল টানেল।
১১ দিন ধরে এই নির্মীয়মাণ টানেলেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। এর মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছেন।
সোমবার রাতে ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়েছে। তার মাধ্যমে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিও প্রকাশ্যে আসায় কিছুটা স্বস্তি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -