Uttarakhand Tunnel Collapse: ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা, টানেল-বিপর্যয়ে বিকল্প পথে চলছে উদ্ধারকাজ
Uttarakhand Rescue Operation: ধসে বিপর্যস্ত ৬০ মিটার জায়গার মধ্যে গতকালই ২২ মিটার জায়গায় মাইক্রো টানেল বসানোর কাজ শেষ হয়েছে।
ছবি সৌজন্যে-পিটিআই
1/10
উত্তরকাশীতে টানেল-বিপর্যয়ে ৫টি বিকল্প পথে উদ্ধারকাজ চলছে।এর মধ্যে সিল্কিয়ারার দিক থেকে ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে চলছে ড্রিলিং।
2/10
এ ছাড়াও, পাহাড়ের দু’পাশ থেকে দুটি এবং পাহাড়ের ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা চলছে।
3/10
মূলত সিল্কিয়ারার দিক থেকে সমান্তরাল পথে ড্রিলিং চালিয়েই আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
4/10
সেখানে বসানো হয়েছে বিদেশি অগার মেশিন। ধসে বিপর্যস্ত ৬০ মিটার জায়গার মধ্যে গতকালই ২২ মিটার জায়গায় মাইক্রো টানেল বসানোর কাজ শেষ হয়েছে।
5/10
ড্রিলিং চলাকালীন টানেলে ধস নামলে জরুরি ভিত্তিতে বসানো হবে কংক্রিটের ব্লক।
6/10
উত্তরকাশীতে টানেল-বিপর্যয়ে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ ছাড়াও ৫টি সংস্থা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।
7/10
উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের দূরত্ব ৩০ কিলোমিটার। গত কয়েকবছর ধরেই পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল।
8/10
টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। যাতায়াতের দূরত্ব কমাতেই তৈরি হচ্ছিল টানেল।
9/10
১১ দিন ধরে এই নির্মীয়মাণ টানেলেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। এর মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছেন।
10/10
সোমবার রাতে ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়েছে। তার মাধ্যমে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিও প্রকাশ্যে আসায় কিছুটা স্বস্তি।
Published at : 22 Nov 2023 10:12 AM (IST)