Uttarkashi Tunnel Collapse: আর ১৫ মিটার! তারপরেই 'মুক্তি'? টানেল বিপর্যয়ে উদ্ধারকাজের টুকরো ছবি
উত্তরকাশীতে টানেল বিপর্যয়ের ১১ দিন পেরোচ্ছে। এখনও কেউ উদ্ধার না হলেও, আশা জোগাচ্ছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই আরও এগোলেন উদ্ধারকারীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা করতে ৫টি বিকল্প পথে সুড়ঙ্গ করার কাজ চলছে। ৬০ মিটারের মধ্যে ৪৫ মিটার এগিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা।
সিল্কিয়ারা ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে চলছে ড্রিলিং। পাহাড়ের দু’পাশ থেকে ড্রিলিং হচ্ছে, পাশাপাশি ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা করা হচ্ছে।
ইতিমধ্যেই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছেছে ক্যামেরা। তাঁদের দেখা গিয়েছে। পাইপের মাধ্যমে জল-খাবার যেমন পাঠানো হচ্ছে, তেমনই ওয়াকিটকি পাঠিয়ে আটকে পড়াদের সঙ্গে কথা বলেছেন উদ্ধারকারীরা।
গোটা উদ্ধারকাজ নিয়ে আগাগোড়া খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সিল্কয়ারা থেকে বারকোট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গের একাংশে বিপর্যয় ঘটেছিল। তারপরে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
সিল্কয়ারার দিক থেকে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে বারকোটের দিকে এগোচ্ছিলেন শ্রমিকরা। ৪৭৭ মিটার খনন কাজ বাকি থাকতেই, ধস নামে সিল্কয়ারার দিকে। তার জেরে প্রায় ৬০ মিটার জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এবার ধসে যাওয়া সেই অংশের মধ্যে দিয়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ছোট আকারের টানেল বা মাইক্রো টানেল বসানোর কাজ চলছে। একটি বড় পাইপের মাধ্যমে শ্রমিকদের উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ছোট টানেলের মাধ্যমে খাবার, জল, অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে।
সিল্কয়ারার দিক থেকেই দুটি পাইপে অক্সিজেন এবং খাবার সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের। পাইপের মাধ্যমেই ওয়াকি টকি পাঠিয়ে সুড়ঙ্গ-বন্দি শ্রমিকদের সঙ্গে সংযোগস্থাপন সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৫ মিটার পর্যন্ত বড় পাইপ ঢোকানো সম্ভব হয়েছে। বাকি রয়েছে আর ১৫ মিটার।
১১ দিন ধরে এই নির্মীয়মাণ টানেলেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। এর মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছেন। সোমবার রাতে ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়েছে। তার মাধ্যমে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে আসায় কিছুটা স্বস্তি মিলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -