Vaishno Devi Landslide :বিপর্যয়ের ভয়াবহতায় কেঁপে উঠল ভূস্বর্গ, প্রবল বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু মিছিল জম্মু-কাশ্মীরে !
PM Modi On Vaishno Devi Landslide Death Toll : মেঘভাঙা বৃষ্টিতে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস, বহু পুণ্যার্থীর মৃত্যু ! এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে
বিপর্যয়ের ভয়াবহতায় ফের কেঁপে উঠল ভূস্বর্গ, প্রবল বৃষ্টি ও হড়পা বানে ফের মৃত্যু মিছিল জম্মু-কাশ্মীরে !
1/10
মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস। অন্তত ৩২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনার জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে।
2/10
জমমু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রভাব পড়েছে জম্মু-কাটরা রেলপথেও। বাতিল করা হয়েছে কিছু ট্রেন। ধসে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3/10
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মৃতের পরিবারের প্রতি ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
4/10
ব্যবধান মাত্র ১২ দিনের। বিপর্যয়ের ভয়াবহতায় ফের কেঁপে উঠল ভূস্বর্গ। প্রবল বৃষ্টি ও হড়পা বানে ফের মৃত্যু মিছিল জম্মু-কাশ্মীরে। মঙ্গলবার সকালে মেঘভাঙা বৃষ্টি হয় ডোডায়। তার কিছুক্ষণের মধ্যে নেমে আসে হড়পা বান।
5/10
ভারী বৃষ্টির ফলে মঙ্গলবার দুপুরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে অর্ধকুঁয়ারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে। প্রশাসন সূত্রে খবর, বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ধসের নীচে চাপা পড়ে বেশ কিছু পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
6/10
স্বজনহারা পুণ্যার্থী বলেন, আমরা সবাই মাতারানির দর্শন করতে যাচ্ছিলাম। ইন্দ্রপ্রস্থের কাছে একবার বাজ পড়ার শব্দ হল, পাহাড়ে বিশাল ধস নামল। চারজনকে নিয়ে চলে গেল।
7/10
স্বজনহারা পুণ্যার্থী বলেছেন, কেউ যে নিজেকে বাঁচাবে, তারও উপায় ছিল না। এক সেকেন্ডে পাহাড়ে ধস নামে। শতাধিক পুণ্যার্থী ছিল। অনেক পুণ্যার্থী ছিল।
8/10
ঘটনায় আহত হয়েছেন, প্রায় ২৫ জন।এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, উদ্ধারকাজ চলছে।
9/10
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেন, যদি আমরা আগে থেকেই আবহাওয়া সম্পর্কে জানতাম, তাহলে কি আমরা সেই নিরীহ জীবনগুলো বাঁচানোর জন্য কিছু করতে পারতাম না? কেন তারা ট্র্যাকে ছিল? কেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়নি? সব খতিয়ে দেখা হবে। কাটরায় প্রায় ২৯-৩০ জন প্রাণ হারিয়েছে, আমরা দুঃখিত।
10/10
বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন উত্তরপ্রদেশের লখনউ থেকে যাওয়া একটি পুণ্যার্থী দল। উত্তরপ্রদেশের লখনউয়ের পুণ্যার্থী বলেন , আমরা ২৫ তারিখ গিয়েছিলাম। আমরা দর্শন করে যখন ফিরছিলাম .... প্রায় ২০০ মিটার নীচে আমাদের আটকে দেয়, বলে যে নীচে ধস নেমেছে। চারটি রাস্তা বন্ধ হয়ে গেলে। আমরা কাছে যেতে পারিনি কিন্তু যা দেখেছি সেটা ভয়ঙ্কর ছিল!'
Published at : 28 Aug 2025 10:03 AM (IST)