Leonardo Dicaprio on Assam: অসমের প্রশংসায় পঞ্চমুখ হলি-তারকা, পেলেন কাজিরাঙার আমন্ত্রণ, কেন জানেন!
বিশ্বায়নের যুগে পৃথিবীর কোনও প্রান্তই আর নাগালের বাইরে নেই। তার ঢের আগে থেকেই যদিও ভারতে আনাগোনা শুরু হয় ভিন্দেশিদের। আধ্যাত্মিকতার টানে ছুটে এসেছেন কেউ, তো কেউ আবার শান্তির খোঁজ পেয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই তালিকায় রয়েছেন বিশ্বের তাবড় তারকাও। দার্জিলিংয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন, হলিউডে এমন তারকাও রয়েছেন। ভারত নিয়ে এ বার উৎসাহ প্রকাশ করলেন অস্কার-জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
পেশায় অভিনেতা হলেও পরিবেশকর্মী হিসেবেও নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন লিওনার্দো। প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা গড়ে তুলতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
সম্প্রতি অসমের প্রশংসায় পঞ্চমুখ হন লিওনার্দো। অসমের কাজিরাঙা অরণ্যে বন্যপ্রাণ সংরক্ষণের ভূয়সী প্রশংসা করেন। আর তাতেই ভারতে আসার আমন্ত্রণ পেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে অসম সরকারের প্রশংসা করেন লিওনার্দো। কাজিরাঙা অরণ্যে এক খড়্গবিশিষ্ট গন্ডার সংরক্ষণে সরকারের ভূমিকার কথা শোনা যায় তাঁর মুখে। ২০২১ সালে সংগৃহীত পরিকল্পনায় অসমে একিটও এক খড়্গবিশিষ্ট গন্ডার হত্যা হয়নি বলে জানান।
লিওনার্দো জানান, ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে কাজিরাঙা অরণ্যে খুন হয় ১৯০টি গন্ডার। তাতে নড়েচড়ে বসে রাজ্য সরকার। তারই ফলশ্রুতি হিসেবে ২০২২ সালে সেখানে একটিও এক খড়্গবিশিষ্ট গন্ডারের হত্যা হয়নি। ১৯৭৭ সালের পর প্রথম বার এই নজির তৈরি করা সম্ভব হল।
লিওনার্দো জানান, অসমের কাজিরাঙা অরণ্যে ২০০ এক খড়্গবিশিষ্ট গন্ডার রয়েছে, যা বিশ্বের দুই তৃতীয়াংশ। গোটা বিশ্বেই এ নিয়ে সচেতনতা তৈরি হয়েছে। তাই বিংশ শতকের গোড়ায় গোটা বিশ্বে গন্ডারের সংখ্যা যেখানে ২০০ ছিল, আজ তা ৩৭০০-তে গিয়ে ঠেকেছে।
লিওনার্দোর এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। হিমন্তকে ট্যাগ করে সেটি রিপোস্ট করতে শুরু করেন অনেকে। তাতেই লিওনার্দোকে অসমে, বিশেষ করে কাজিরাঙা অরণ্যে এসে আতিথেয়তা গ্রহণে আমন্ত্রণ জানান হিমন্ত।
লিওনার্দোর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে হিমন্ত জানান, বন্যপ্রাণ সংরক্ষণ ভারতীয় সংস্কৃতিরই অঙ্গ। হলি তারকা তাঁদের এই প্রচেষ্টার কথা তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ তাঁকে। অসম এবং কাজিরাঙায় লিওনার্দোও এসে ঘুরে যেতে পারেন বলে জানান হিমন্ত।
হিমন্তর আমন্ত্রণে সাড়া দিয়ে লিওনার্দো অসম আসবেন কিনা, তা যদিও জানা যায়নি। তবে লিওনার্দো যে কাজিরাঙার সাফল্যের কথা তুলে ধরেছেন, তাতে আপ্লুত তাঁর অনুরাগীরা। অভিনেতা ভারতে আসুন, চাইছেন সকলেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -