বর্ষার শুরুতেই ভোগান্তি রাজধানীতে, রাস্তায় জমেছে জল, থমকে যান চলাচল
অপেক্ষার অবসান। মঙ্গলবারই বর্ষা ঢুকেছে রাজধানী দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, গত ১৯ বছরে এই প্রথম প্রায় দু সপ্তাহ দেরিতে বর্ষায় ঢুকল দিল্লিতে। এর আগে ২০০২ সালে দিল্লিতে বর্ষায় ঢোকে ১৯ জুলাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর বর্ষার শুরুতেই ভোগান্তি সাধারণ মানুষের। একাধিক জায়গায় জমেছে জল। থমকে গিয়েছে যান চলাচল। অনেকই অফিসে পৌঁছে ভোগান্তির কথা জানাচ্ছেন সোশাল মিডিয়ায়। ধৌলা অঞ্চলে যানজটের জেরে প্রায় ৯০ মিনিট আটকে ছিলেন সাধরণ মানুষ। আজাদপুর, দিল্লি ক্যান্ট, কালিন্দী কুঞ্জেও যানজটের মুখে পড়েন সাধারণ মানুষ।
পেশায় আইনজীবী রাহুল তোমার ট্যুইটারে লেখেন, আজাদপুরে মারাত্মক যানজট। প্রায় ৫০ মিনিট ধরে আটকে রয়েছি।
মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর প্রায় ১৬ দিন দেরিতে বর্ষায় ঢুকেছে দিল্লিতে। সাধারণ রাজধানীতে বর্ষা ঢোকার সঠিক সময় ২৭ জুন। ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশেই বর্ষা পৌঁছে যায়। গত বছর দিল্লিতে বর্ষা ঢুকেছিল ২৫ জুন। সারা দেশে বর্ষা পৌঁছয় ২৯ জুন।
মৌসম ভবন আরও জানিয়েছে, উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ট্যুইটারে লেখেন, শেষমেশ বর্ষায় স্বাদ পেল দিল্লিবাসী। যদিও গত ২-৩ দিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি হয় দিল্লিতে।
চলতি সপ্তাহের সোমবার মৌসম ভবন বলে, অভাবনীয় ঘটনা। বর্ষার আগমন নিয়ে অঙ্কের মডেল ভুল প্রমাণিত হল। যা একেবারে বিরল এবং অস্বাভাবিক।
মৌসম ভবন জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯৮৭ সালে সবথেকে দেরিতে বর্ষায় পৌঁছয় রাজধানীতে। ওই বছর বর্ষা ঢোকে ২৬ জুলাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -