Delhi Rain:বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, ভোর থেকেই বাসিন্দাদের সরাতে ব্যস্ত দিল্লি প্রশাসন
বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। মঙ্গলবার ভোরের দিকে তাই যমুনা-লাগোয়া এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগরিকদের নিরাপদ স্থানে উদ্ধার করে আনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, যমুনার জল ২০৬ মিটারের উপর দিয়ে বইছে যা কিনা বিপদসীমার উপরে।
বন্যাপ্রবণ অক্ষরধামের মতো এলাকা থেকে সরিয়ে বহু বাসিন্দাকে তাই ময়ুর বিহার এলাকায় নিয়ে আসা হয়েছে।
যাঁদের সরানো হয়েছে, তাঁদের বেশিরভাগই কৃষিজীবী, দোকানি বা শ্রমজীবী। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এঁদের তরফে আর্জি জানানো হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
সোমবারই রাজধানীর ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে যমুনার ক্রমবর্ধমান জলস্তর দেখে কমলা সতর্কতা জারি করা হয়েছিল।
তুমুল বর্ষণের জেরে পড়শি হরিয়ানা 'হথনিকুন্ড বাঁধ' থেকে বেশি পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। ফলে দিল্লিতে যমুনার জলস্তর বাড়ছিলই।
সব মিলিয়ে দিল্লিবাসীর একাংশ যে বিপর্যযের মুখে পড়তে পারেন, সে আশঙ্কা ছিলই।
তবে দিল্লি সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছিল, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি তারা। কিন্তু যমুনার জলস্তর যে এত দ্রুত সমস্যায় ফেলবে, সেটা সম্ভবত অনেকেই ভাবেননি। তাই মঙ্গলবার সকাল থেকে নাগাড়ে চলছে বাসিন্দাদের সরানোর কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -