India News: ডুবেছে প্রয়াগরাজ ও পটনা, ফের বৃষ্টির অশনি সঙ্কেত?
জল থৈ থৈ প্রয়াগরাজ। বন্যা-কবলিত এলাকায় ত্রাণ বিলি করছেন এনডিআরএফের আধিকারিকরা। তার মধ্য়েই উত্তর ভারতের বড় অংশে ফের ভারী বৃষ্টির অশনি সঙ্কেত মৌসম ভবনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডুবে গিয়েছে বারাণসীর বসতি এলাকাও। বর্ষার চলতি মরসুমে গঙ্গার জলস্তর বেড়ে হিমসিম অবস্থা বারাণসীর।
জল ভেঙেই ঝুঁকির পারাপার উত্তরপ্রদেশের মির্জাপুরে। তার মধ্য়েই আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও কাল হিমাচলপ্রদেশ ও উত্তরপ্রদেশের পূর্বাংশে ভারী বৃষ্টি হতে পারে।
দিনদুয়েক আগেই বানভাসি মির্জাপুর থেকে সামান্য সম্বল নিয়ে রওনা দিয়েছিলেন এই বৃদ্ধের মতো আরও অনেকে।
গঙ্গা ফুলেফেঁপে ওঠায় ভেসে গিয়েছে পটনা শহরের একাংশও। জনবসতির বড় এলাকার জলের তলায়। তার মধ্যে বিহারের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় হাওয়া অফিস।
ত্রাণের কাজে নৌকো নেমেছে প্রয়াগরাজে। সাধারণ মানুষও তাতেই চলাফেরা করছেন।
পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে প্রয়াগরাজের শ্মশানও ডুবে গিয়েছে।
নৌকো করে পারাপার চলছে মির্জাপুরে। এর মধ্যে ভারী বৃষ্টির নতুন পূর্বাভাস কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে বাসিন্দাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -