Cyclone Mocha: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত মোকা! প্রবল বেগে ধেয়ে আসছে উপকূলে
অতি গভীর নিম্নচাপ আজ সকালে ঘূর্ণিঝড় মোকা-য় পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোর সাড়ে ৫টায় ঘূর্ণিঝড় মোকা-র অবস্থান ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার দূরে। বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে ১২১০ কিলোমিটার ও মায়ানমার থেকে ১১২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মোকা।
রবিবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়ার আগে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
এদিকে, ঘূর্ণিঝড় মোকা-র পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আগামী কয়েকদিন গরম বাড়বে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈর হবে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা।
শুক্র-রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -