South Bengal Weather Update: অবশেষে বর্ষার আগমন দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস টানা ৩ দিন
গরমের হাত থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মানুষ। বৃহস্পতিবার থেকে তিনদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস দিল আবহাওয়া দফতর। পাশাপাশি দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার আগমন হবে বলেও জানিয়েছে তারা।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং প্রতিবেশী রাজ্য বিহারের কিছু অংশে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গেছে। (ছবি সৌজন্য- পিটিআই)
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা ও উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু। (ছবি সৌজন্য- পিটিআই)
দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকেই। এর জেরে কমবে তাপমাত্রা।(ছবি সৌজন্য- পিটিআই)
এমনিতেই আগের থেকে গত দু-তিন দিন তাপমাত্রা কিছুটা কমেছে আগামী ২ দিন আরও কিছুটা কমতে পারে।(ছবি সৌজন্য- পিটিআই)
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ রবিবারের পর কমে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।(ছবি সৌজন্য- পিটিআই)
তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলাতেও ভারী বৃষ্টি হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান।(ছবি সৌজন্য- পিটিআই)
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় তুফানগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ২০২.৪ মিলিমিটার। কোচবিহারে ১৩৬ মিলিমিটার ও গঙ্গারামপুরে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি। এবছর উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়েছে ৩১ মে। তারপর থেকে ২০ দিন কেটে গেলেও দক্ষিণবঙ্গে সে প্রবেশ করেনি। (ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -