IND vs AFG: মুখোমুখি মহারণে একচ্ছত্র আধিপত্য় রোহিতদের, আজ কি রশিদরা অঘটন ঘটাতে পারবেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ইব্রাহিম জাদরানের নেতৃত্বে খেলবে আফগানিস্তান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্বাডোজের কিংস্টোন ওভালে আজ খেলতে নামবে ভারত-আফগানিস্তান। টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এই নিয়ে নবমবার মুখোমুখি হতে চলেছে ২ প্রতিবেশী দেশ।
আফগানিস্তান দলের বিরুদ্ধে টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ভারত। মোট আট বারের সাক্ষাতে আটবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
ভারতীয় দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত আয়ারল্য়ান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু কানাডার বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
অন্যদিকে আফগানিস্তান চলতি টুর্নামেন্টে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ পর্বে তারা হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে।
বোলার হার্দিক পাণ্ড্য ভারতীয় শিবিরে ভরসা জুগিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি বঢোদরার অলরাউন্ডার।
বিশ্ব ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছে আফগানিস্তান। কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বড় দলকে হারিয়েছে তারা।
রোহিত শর্মার সঙ্গে ওপেনে নেমে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়াল অন্যদিকে রিজার্ভে রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে কি জয়সওয়ালকে দেখা যাবে একাদশে?
আফগানিস্তানের বোলিং অ্যাটাক তাঁদের অন্যতম শক্তি। রশিদ, ফারুখি, নূল আহমেদদের সামনে কিন্তু বেগ পেতে হতে পারে বিরাট, সূর্যকুমারদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -