IND vs AFG: মুখোমুখি মহারণে একচ্ছত্র আধিপত্য় রোহিতদের, আজ কি রশিদরা অঘটন ঘটাতে পারবেন?
T20 World Cup 2024: বার্বাডোজের কিংস্টোন ওভালে আজ খেলতে নামবে ভারত-আফগানিস্তান। টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এই নিয়ে নবমবার মুখোমুখি হতে চলেছে ২ প্রতিবেশী দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-আফগানিস্তান দ্বৈরথ (ছবি পিটিআই)
1/9
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ইব্রাহিম জাদরানের নেতৃত্বে খেলবে আফগানিস্তান।
2/9
বার্বাডোজের কিংস্টোন ওভালে আজ খেলতে নামবে ভারত-আফগানিস্তান। টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এই নিয়ে নবমবার মুখোমুখি হতে চলেছে ২ প্রতিবেশী দেশ।
3/9
আফগানিস্তান দলের বিরুদ্ধে টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ভারত। মোট আট বারের সাক্ষাতে আটবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
4/9
ভারতীয় দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত আয়ারল্য়ান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু কানাডার বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
5/9
অন্যদিকে আফগানিস্তান চলতি টুর্নামেন্টে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ পর্বে তারা হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে।
6/9
বোলার হার্দিক পাণ্ড্য ভারতীয় শিবিরে ভরসা জুগিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি বঢোদরার অলরাউন্ডার।
7/9
বিশ্ব ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছে আফগানিস্তান। কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বড় দলকে হারিয়েছে তারা।
8/9
রোহিত শর্মার সঙ্গে ওপেনে নেমে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়াল অন্যদিকে রিজার্ভে রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে কি জয়সওয়ালকে দেখা যাবে একাদশে?
9/9
আফগানিস্তানের বোলিং অ্যাটাক তাঁদের অন্যতম শক্তি। রশিদ, ফারুখি, নূল আহমেদদের সামনে কিন্তু বেগ পেতে হতে পারে বিরাট, সূর্যকুমারদের।
Published at : 20 Jun 2024 05:07 PM (IST)