West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? কী পূর্বাভাস আবহাওয়া দফতরের
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিন্মচাপ। ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে বলে জানিয়েছে তারা। তবে এর ফলে ল্যান্ডফল হবে কিনা তা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি।
প্রতীকী ছবি (সৌজন্য-পিটিআই)
1/10
বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বঙ্গের উপকূলীয় অঞ্চলে। (ছবি সৌজন্য-পিটিআই)
2/10
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হতে পারে প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে। এর ফলে চিন্তায় পড়েছে উপকূল অঞ্চলের বাসিন্দারা। রেমাল ঘূর্ণিঝড় তাঁদের এলাকায় আছড়ে পড়বে কিনা তা নিয়েই চিন্তায় রয়েছে তাঁরা। (ছবি সৌজন্য-পিটিআই)
3/10
শনি ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূলবর্তী জেলায়। এর ফলে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
4/10
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (ছবি সৌজন্য-পিটিআই)
5/10
শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ কিলোমিটার গতিবেগে।
6/10
এছাড়া শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
7/10
পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অঞ্চলে। হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিও।
8/10
রবিবারই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে।
9/10
বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
10/10
দক্ষিণবঙ্গের কলকাতা সহ ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে একই অবস্থা হওয়ার কথা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে।
Published at : 22 May 2024 10:04 PM (IST)