Heat Wave : তাপমাত্রা কতয় পৌঁছলে বলা হয় তাপপ্রবাহ? কখন তীব্র তাপপ্রবাহ?
Heat Wave Alert :আইএমডি-র ওয়েবসাইট বলছে, তাপপ্রবাহ হচ্ছে তাপমাত্রার এক অবস্থা যখন সেই তাপে বেশিক্ষণ থাকলে সেই এলাকার মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে।
জেলায় জেলায় তাপপ্রবাহ
1/8
কতটা তাপমাত্রা পেরোলে তাপপ্রবাহ বলা যায় ? আবহবিদদের কেউ কেউ বলছেন, সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।
2/8
আসলে তাপপ্রবাহের কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। আসলে এটি অঞ্চলভেদে ভিন্ন। ভারতে আবহাওয়া বিভাগ হিটওয়েভের আগাম সংকেত তখনই দেয়, যখন তাপমাত্রার এমন অবস্থায় গিয়ে পোঁছয় , যা মানুষের শরীরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।
3/8
আইএমডি-র ওয়েবসাইট বলছে, তাপপ্রবাহ হচ্ছে তাপমাত্রার এক অবস্থা যখন সেই তাপে বেশিক্ষণ থাকলে সেই এলাকার মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে।
4/8
যখন সর্বোচ্চ তাপমাত্রা সমতলের ক্ষেত্রে কমপক্ষে ৪০ ডিগ্রি বা তার বেশি এবং পার্বত্য অঞ্চলের জন্য কমপক্ষে ৩০ ডিগ্রি বা তার বেশি হয়, তখন তাপপ্রবাহের পরিস্থিতি বলা হয়। স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তা তাপপ্রবাহ বলে ধরা হয়।
5/8
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ালে , তা তীব্র তাপপ্রবাহের আওতায় পড়বে। যখন সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রিও ছাড়িয়ে যাবে, তখন তা অতি তীব্র তাপপ্রবাহের আওতায় পড়বে।
6/8
হলুদ সতর্কতা জারি হলে পরিস্থিতি নজরে রাখতে হবে। এই পরিস্থিতিতে বাড়ির কচিকাঁচা ও বৃদ্ধদের একটু সাবধানে রাখুন। কিন্তু অতিরিক্ত কড়া পদক্ষেপ জরুরি নয়। এই তাপ সাধারণ মানুষের জন্য সহনীয় কিন্তু দুর্বল মানুষের জন্য উদ্বেগজনক হতে পারে।
7/8
তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হলে পরিস্থিতি উদ্বেগের। তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ২ দিন ধরে চলার পূর্বাভাস থাকলেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। আবার তাপপ্রবাহ ৪ দিন ধরেও চলতে পারে।
8/8
লাল সতর্কতার জারি হয় তাপপ্রবাহ অতি তীব্র হলে। এই সময় শারীরিক ভাবে যাঁরা একটু দুর্বল বা বয়স বেশি বা শিশুরা, তাঁদের এক্কেবারে নিয়ম মেনেই চলতে হবে। সতর্ক থাকতে হবে সন্তানসম্ভবাদেরও। রোদে বাড়ি থেকে এক্কেবারে না বেরনোর চেষ্টা করতে হবে।
Published at : 24 Apr 2024 12:28 PM (IST)