Best Car Colours: সাশ্রয় হয় অনেক, বাজারে সহজলভ্যও, গাড়ি কিনলে বেছে নিন এই রং…
Smartest Car Colours: গাড়ি কেনার সময় বিভ্রান্ত হয়ে পড়ছেন? যে বিষয়গুলি মাথায় রাখবেন... ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
গাড়ি কেনার আগে কম ভাবনা-চিন্তা করতে হয় না। টাকা-পয়সার প্রশ্ন যেমন রয়েছে, তেমনই গাড়ির রং বাছতে গিয়েও বিভ্রান্ত হয়ে পড়েন অনেকে।
2/10
কেউ কেউ জ্য়োতিষশাস্ত্রকে ভরসা করেন এক্ষেত্রে। কিন্তু মধ্যবিত্তের জন্য কোন রংয়ের গাড়ি আদর্শ? অর্থনৈতিক দিক থেকে এগিয়ে কয়েকটি রং।
3/10
ব্যবসায়ীদের মতে, গাড়ি কেনার ক্ষেত্রে ভাল রং, খারাপ রং বলে কিছু হয় না। তবে সবদিক ভেবে দেখলে সাদা, ধূসর এবং রূপালী রংকেই অগ্রাধিকার দিতে হয়। সাদা আবার সবচেয়ে এগিয়ে। সাদা রংয়ের গাড়ি কেনার সুবিধাও বুঝিয়েছেন তাঁরা।
4/10
গরমে হালকা রংয়ের জামা-কাপড় পরি যে কারণে, সেই কারণেই সাদা গাড়ি কেনা ভাল। সাদা রং থাকলে সূর্যালোক এবং তাপমাত্রা কম শোষণ করে। কালো রংয়ের গাড়ির তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সেই তুলনায় রূপালী গাড়ির তাপমাত্রা সর্বাধিক ৬৩ ডিগ্রি, সাদা গাড়ির তাপমাত্রা সর্বাধিক ৪৪ ডিগ্রি পর্যন্ত ওঠে। ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার তুলনামূলক কম হয়। জ্বালানিও বেশি খরচ হয় না।
5/10
গাঢ় রংয়ের গাড়ি কিনলে তাড়াতাড়ি ফিকেও হয়ে যায়। আঁচড় লাগলে, চটে গেলে, বেশি করে চোখে পড়ে। সাদা গাড়ির বার্ধক্য তেমন বোঝা যায় না। রং ফিকে হলেও চোখে পড়ে না তেমন। আঁচড়, দাগ বোঝা যায় না। ফলে রক্ষণাবেক্ষণের খরচ কম হয়।
6/10
সাদা রং বাজার সবসময় পাওয়া যায়। দামও কম হয়। বিশেষ ধরনের রং হলে, তা খুঁজে পেতে কষ্ট হয়। ম্যাট ফিনিশের দাম তুলনামূলক বেশি হলে, এমনি সাদার রং সস্তায় পাওয়া যায়।
7/10
পুরনো গাড়ি কেনাবেচার বাজারে সাদা রংয়ের চাহিদা বেশি। ভারতের রাস্তায় প্রতি ১০টি গাড়ির মধ্যে সাতটিরই রং সাদা। সাদা গাড়ি বিক্রি করতে গেলেও বেশি দাম পাওয়া যায়।
8/10
পছন্দের গাড়ি সাদা রংয়ে পাওয়াও সহজ। কিছু ব্র্যান্ড বাদ দিলে, প্রায় সকলেই সাদা গাড়ি মজুত রাখে। ফলে বেশি হ্যাপা পোহাতে হয় না।
9/10
সাদা রংয়ের গাড়িকে ভাত-ডাল বলেও উল্লেখ করেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, ভাত-ডাল যেমন ভরসার খাবার, শরীর খারাপ হয় না, সাদা গাড়িও তেমন। আরামও পাওয়া যায়, আবার টিকেও যায় বহু দিন।
10/10
তবে সাদা রংয়ের গাড়ি সকলের পছন্দ নাও হতে পারে। মনে অন্য রকম ইচ্ছে থাকতেই পারে। সেক্ষেত্রে নিজের ইচ্ছেকেই গুরুত্ব দেওয়া উচিত। তবে যে রংই পছন্দ করুন, নিরাপত্তার উপর জোর দিন।
Published at : 28 Aug 2025 06:10 PM (IST)