Voter List: যদি ভোটার তালিকা থেকে নাম কাটা যায় তবে কী কী সমস্যা হতে পারে? কী করবেন এমনটা হলে?

ভোট দিতে ভোটার তালিকায় নাম থাকা চাই। নাম না থাকলে ভোট ও সরকারি কাজে সমস্যা হতে পারে।

Continues below advertisement

কোনও নাগরিক কেবল তখনই ভোট দিতে পারে যখন তার নাম ভোটার তালিকায় থাকে। যদি কারো নাম ভোটার তালিকায় না থাকে তবে সে ভোট দিতে পারে না। তবে আমরা আপনাকে বলি, শুধু তাই নয়। এর থেকে আরও সমস্যা আসতে পারে।

Continues below advertisement
1/6
আপনার ভোটার কার্ড থাকলেও, যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আপনি ভোট দিতে পারবেন না। এই সামান্য বিষয়টা নির্বাচনের সময় বড় সমস্যা তৈরি করে। কারণ নির্বাচনে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে।
2/6
ভোটের তালিকায় নাম না থাকলে সবার আগে আপনার গণতান্ত্রিক অধিকার অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেক নাগরিকের নিজের প্রতিনিধি নির্বাচন করার অধিকার আছে এবং যখন নাম তালিকা থেকে বাদ যায়, তখন এই অধিকার কেড়ে নেওয়া হয়। এর প্রভাব শুধু আপনার উপর নয়, বরং পুরো এলাকার ফলাফলের উপরও পড়তে পারে।
3/6
সমস্যা এখানেই শেষ হয় না। অনেক সরকারি কাজে ভোটার তালিকার নাম, পরিচয় এবং ঠিকানার সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। যদি আপনার নাম এই তালিকা থেকে বাদ যায়, তাহলে ব্যাংক, বীমা বা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সময়ও সমস্যা হতে পারে।
4/6
আর একটি সমস্যা তখন আসে যখন আপনাকে নতুন বাড়ি বা শহরে স্থানান্তরিত হতে হয়। সেখানে ঠিকানা পরিবর্তনের জন্য ভোটার তালিকা আপডেট করতে হয়। যদি আগে থেকেই নাম কাটা থাকে, তাহলে নতুন ঠিকানায় নিবন্ধন করা আরও কঠিন হতে পারে।
5/6
বহু লোক এই ভেবে কথাটিকে হালকাভাবে নেয় যে ভোটার কার্ড আছে তো সব ঠিক আছে। কিন্তু আসল স্বীকৃতি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির। কার্ড থাকা আলাদা বিষয়। কিন্তু তালিকা থেকে নাম বাদ যাওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এই কারণেই যাচাই করা সবসময় জরুরি।
Continues below advertisement
6/6
সুতরাং, সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আপনি আপনার এলাকার বিএলও-র সঙ্গে কথা বলতে পারেন। এবং ফর্ম পূরণ করে দু'বার আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। সময় থাকতে এই কাজটি করা জরুরি।
Sponsored Links by Taboola