WhatsApp Web Version: ডেস্কটপ বা ল্যাপটপ থেকেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল, কীভাবে?
ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপের। এবার ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভয়েস ও ভিডিও কলিংয়ের ফিচার নিয়ে হাজির হল। হোয়াটসঅ্যাপ ওয়েবের ভার্সন 2.2104.10 বিটা ইউজারের জন্য দেওয়া হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে বাছাই করা ব্যবহারকারীদের দেওয়া হয় এই ফিচার। এবার সেই সংখ্যটাই বাড়ানো হল। যাঁরা ল্যাপটপ বা ডেস্কটপ বেশ পরিমাণে ব্যবহার করে থাকেন তাঁদের জন্য এই ফিচার সুবিধা আনল।
ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। ফোন এবং ডেস্কটপ বা ল্যাপটপ কাছে থাকতে হবে। উইনডোজের পাশাপাশি MacOS এও এই ফিচার ব্যবহার করা যাবে। কিন্তু তার জন্য ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ।
সার্চ বারে গিয়ে web.whatsapp.com সার্চ করতে হবে। কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে। এরপর নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে অডিও কল, ভিডিও কল করা যাবে।
আপাতত বিটা ইউজারদের জন্য এই সুবিধা পাওয়া যাবে। আর কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -