পবিত্রা পুনিয়া কে? বিগ বস ১৪ প্রতিযোগীর এই ছবিগুলি দেখে তাজ্জব হয়ে যাবেন
’বিগ বস‘-এর প্রচুর ফ্যান। বিগ বস ১৪-এ রয়েছেন অভিনেত্রী পবিত্রা পুনিয়া। দেখুন তাঁর কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় টিভি সিরিয়াল ’ইয়ে হ্যায় মহব্বতেঁ-তে খলনায়িকা নিধি চরিত্রেও পুনিয়া অভিনয় করেছিলেন।
মুকুল মিশ্র পরিচালিত সিদ্ধার্থ – লাভ লাস্ট পিস ছবিতে অভিনয় করেন মহেশ ভট্টের সঙ্গে।
১৯৮৮ সালের ২২ অগস্ট উত্তরপ্রদেশে পবিত্রার জন্ম। অভিনয় জগতে আসার আগে তাঁর আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল। হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমাও করেছেন তিনি।
অভিনেত্রী লাভ ইউ জিন্দেগি-তে বিগ বস ১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লার বিপরীতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। অন-স্ক্রিন জুটি অফ স্ক্রিনের ডেটিংও করেছেন।
হংস জুড়া না হাম-এর অভিনেত্রী ছোট পর্দায় পা রাখেন গীত - হুই সবসে পরায়ি সিরিয়ালে।
অভিনেত্রী নেহা সিংহ পবিত্রা পুনিয়া নামেই জনপ্রিয়। ২০০৯ সালে জনপ্রিয় এমটিভি রিয়েলিটি শো ’স্প্লিটসভিলা ৩‘ দিয়ে তাঁর কেরিয়ার শুরু। ওই শো-এ যাঁরা চূড়ান্ত পর্বে গিয়েছিলেন পবিত্রা তাঁদের মধ্যে অন্যতম।
বালবীর রিটার্নস-এ তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -