SpiceJet Investors: গুজরাতে উচ্চতম বিল্ডিং তৈরির ঘোষণা, BJP-র টিকিটে প্রার্থী, SpiceJet-এ ১১০০ কোটি বিনিয়োগ এই দম্পতির
বিদেশি ইজারাদার সংস্থা টেনে আদালতে নিয়ে গিয়েছে। দেউলিয়া আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জমা পড়েছে আদালতে। সেই আবহেই বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন ব্যবসায়ী দম্পতি। স্পাইসজেটে ১১০০ কোটি টাকা বিনিয়োগ করবেন তাঁরা। ফাইল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের ব্যবসায়ী দম্পতি হরিহর মহাপাত্র এবং প্রীতি মহাপাত্র স্পাইসজেটে ১১০০ কোটি টাকা বিনিয়োগ করবেন, তাতে সংস্থার ১৯ শতাংশের মালিকানা তাঁদের হাতে উঠবে। ওয়াদিয়া গোষ্ঠীর স্পাইসজেট সংস্থায় তাঁরাই সবচেয়ে বড় অংশীদার হিসেবে গন্য হতে চলেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, প্রীতি ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। সংস্থার ১৭.৬৬ শতাংশ শেয়ার উঠবে তাঁর হাতে। হরিহর ১০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। তিনি সংস্থার ১.৭৭ শতাংশ শেয়ার পাবেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এই বিনিয়োগের পর এরিজ অপারচুনিটিজ ফান্ডের হাতে ৩.৫৩ শতাংশ, ইলারা ক্যাপিটালের হাতে ৮.৮৩ শতাংশ শেয়ার থাকবে। সংস্থার প্রোমোটার অজয় সিংহের শেয়ার ৫৬.৪৯ থেকে কমে ৩৮.৫৫ শতাংশ হবে।ফাইল
মহাপাত্র ইউনিভার্সাল লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা হরিহর। রিয়েল এস্টেট, পরিকাঠামো, কনসাল্টিং, রিটেল ব্যবসা রয়েছে সংস্থার। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এর আগে, গুজরাতের খজোড়ে পৃথিবীর উচ্চতম বিল্ডিং নির্মাণের ঘোষণা করেছিলেন হরিহর। তাঁর সেই পরিকল্পনা যদিও বাস্তবায়িত হয়নি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
হরিহরের স্ত্রী প্রীতি আন্তর্জাতিক ব্যবসা, এক্সপোর্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ইউরোপ, এশিয়া, পশ্চিম এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর ব্যবসা। ফাইল
২০১৬ সালে বিজেপি-র টিকিটে রাজ্যসভার আসনের জন্য ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই নির্বাচনে পরাজিত হন প্রীতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্পাইসজেটের ক্ষতি হয় ৪৩১ কোটি ৫৪ লক্ষ টাকা। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাইলেজশন ৪ হাজার কোটি টাকা। ফাইল
এর পরই বিনিয়োগকারীদের দ্বারস্থ হয় স্পাইসজেট। সংস্থার প্রোমোটার অজয় সিংহ নিজেও ৫০০ কোটি টাকা ঢেলেছেন। অগাস্ট মাসে। ফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -