দীপিকা থেকে অনুষ্কা- নারী দিবসের আগে দেখে নিন বলিউডের ছক ভাঙা মহিলা প্রযোজকদের
জোয়া আখতারের সঙ্গে রিমা কাগতি তৈরি করেন প্রযোজনা সংস্থা টাইগার বেবি ফিল্মস। মেড ইন হেভেন থেকে গালি বয়- বলিউডের বহু মনে রাখার মত ছবির পিছনে রীমার মস্তিষ্ক রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিয়া মির্জাও এসেছেন প্রযোজনায়। সংস্থার নাম ওয়ান ইন্ডিয়া স্টোরিজ। আপাতত তিনি চিত্রনাট্যকার ও ছবি নির্মাতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত।
বাবা বাসু ভগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট চালাচ্ছেন দীপশিখা, সেফ আলি খানের জওয়ানি জানেমন ছবিটি তাঁদের ব্যানারের। এছাড়া বরুণ ধবনের কুলি নাম্বার ১ ও অক্ষয় কুমারের বেল বটম মুক্তির অপেক্ষায়।
বেশ কয়েক বছর হয়ে গেল, প্রযোজনায় এসে পড়েছেন অনুষ্কা শর্মা। ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ২০১৪-য় তৈরি করেছেন প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। এনএইচ১০, ফিলাউরি ও পরী-র মত ছবি বেরিয়েছে তাঁদের ব্যানারে।
২০২০-তেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন। নিজের সংস্থা কা এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি করেছেন ছপাক। দীপিকা জানিয়েছেন, তিনি এমন ছবি করতে চান যার গল্প গুরুত্বপূর্ণ হবে।
অবশেষে বলিউডেও পরিবর্তন। পিতৃতন্ত্র সরছে ধীরে ধীরে, বেশি করে তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক ছবি। পরিচালনা থেকে প্রযোজনা- সবেতেই সংখ্যা বাড়ছে মহিলাদের। অভিনেত্রীরাও শুধু ছবিতে মুখ দেখানোর বদলে ছবির পিছনে টাকা ঢালতে আগ্রহী। তবে নেহাত মশালা মুভি নয়, বলিউডের মহিলা প্রযোজকরা বেশি আগ্রহী অর্থপূর্ণ ছবি নির্মাণে। কমার্শিয়ালই হোক বা প্যারালাল সিনেমা- দৃঢ় পদক্ষেপে তাঁরা তৈরি করছেন নিজেদের মতপ্রকাশের জায়গা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -