Bangladesh Flood Situation: হাঁড়ির মধ্যে ভাসছে শিশু, ঘরের চালে ঠাঁই, দুঃসহ বন্যা বাংলাদেশে

জল থৈ থৈ চারিদিক। দিশাহারা পরিস্থিতি। তার মধ্যেই বেঁচে থাকার মরিয়া চেষ্টা। কিন্তু হাঁটতেই শেখেনি যারা, জল ঠেলে এগোবে কী করে! অগত্যা হাঁড়িতে বসিয়ে ভাসিয়ে দেওয়া হল দুই শিশুকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বন্যা দুর্গত বাংলাদেশ থেকে এমনই মর্মান্তিক ছবি সামনে এল। এখনও পর্যন্ত সেখানে প্রায় ৪৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘরছাড়া বহু মানুষ। নারী-পুরুষ-শিশু জল ঠেলে এগোচ্ছেন নিরাপদ আশ্রয়ের দিকে।

কোথাও বাড়িতে জল ঢুকে গিয়েছে। জল ছুকে গিয়েছে সরকারি দফতর, দমকল বিভাগের অফিসেও। ফলে দুর্গত এলাকায় ত্রাণও পৌঁছচ্ছে না।
সবচেয়ে খারাপ অবস্থা সিলেট এবং সুনামগঞ্জের। গোটা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক হাসপাতালের ভিতরও জল ঢুকে গিয়েছে। ফলে চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ।
জলবন্দি হয়ে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। পানীয় জলটুকু পাচ্ছেন না তাঁরা। খাবার তো দূরের কথা।
একটানা ভারী বৃষ্টিতেই পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে বাংলাদেশ সরকার জানিয়েছে।শনিবারও সেখানে একনাগাড়ে বৃষ্টি হয়েছে।
বিমানবন্দর থেকে রেল স্টেশন, জল ঢুকে গিয়েছে সর্বত্র। তার জেরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। শনিবার গোটা সিলেটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।
শনিবার স্বাস্থ্য দফতরের তরফে সেখানে একটি দল পাঠানো হয়, কিন্তু সিলেটে ঢুকতে না পেরে ফিরে এসেছে তারা।
এর আগে, মে মাসেই সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়। তার পর ফের জলের তলায় চলে যায় বিস্তীর্ণ এলাকা। তার পর ফের বন্যার প্রকোপ সেখানে।
বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের নীচে চলে গিয়েছে বিস্তীর্ণ স্থলভূমি।
এখনও পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন ২১ জন। জায়গায় জায়গায় ধস নেমেছে। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের।
দেশের একটি অংশের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো এমন বন্যা আগে কখনও হয়নি বাংলাদেশে, মত দেশের মানুষের একাংশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -