Covid Delta Variant: ভারতে মেলা করোনার 'বি.১.৬১৭.২' স্ট্রেন হল 'ডেল্টা ভেরিয়েন্ট', নতুন নামকরণ হু-র
ভারতে মেলা করোনাভাইরাসের বি.১.৬১৭.২ স্ট্রেনকে ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক বিবৃতিতে হু জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটি সহজে উচ্চারণ করা মনে রাখা যায় এমন কোনও নামকরণের প্রস্তাব করেছিল।
একইসঙ্গে, ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট (ভিওআই) ও ভেরিয়েন্টস অফ কনসার্ন (ভিওসি)-র ক্ষেত্রে কএমন নাম রাখার সুপারিশ করেছিল, যা কাউকে আঘাত না করে।
কমিটি সুপারিশ করেছিল, এই নামকরণে গ্রীক সংখ্যার ব্যবহারের। যেমন --- আলফা, বিটা, গামা.... ইত্য়াদি। যেগুলি সহজে মনে রাখা সম্ভব এবং একইসঙ্গে অনেক বাস্তবসম্মত।
বিশেষ করে, বিজ্ঞানের পরিধির বাইরে থাকা মানুষজন যখন এই ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করবেন, তখন তাঁদের সুবিধা হবে।
ব্রিটেনে মেলা বি.১.১.৭ স্ট্রেনের নাম দেওয়া হয়েছে আলফা ভেরিয়েন্ট। একইভাবে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মেলা ভিওসি-স্ট্রেনের নাম যথাক্রমে রাখা হয়েছে বিটা ভেরিয়েন্ট ও গামা ভেরিয়েন্ট।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন্স, ব্রাজিল সহ বিভিন্ন দেশে মেলা ভিওআই স্ট্রেনের নামকরণ করা হয়েছে --- এপসিলন, জিটা, আয়োটা, থিটা ইত্যাদি নামে। একইভাবে, ভারতে মেলা বি.১.৬১৭.১ স্ট্রেনকে কাপ্পা ভেরিয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মারাত্মক প্রভাব ফেলেছে বি.১.৬১৭.২ স্ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসের বলি হচ্ছেন। দিনে আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।
গত ১৫ মে, ইংল্যান্ডের মুখ্য মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি জানান, ভারতে মেলা বি.১.৬১৭.২ স্ট্রেন ব্রিটেনেও প্রভাব বিস্তার করতে চলেছে।
মে মাসের গোড়ায় হু জানিয়েছিল, অক্টোবরে ভারতে মেলা বি.১.৬১৭ স্ট্রেন আরও ৪০টি দেশে মিলেছে। এই স্ট্রেনকে বিশ্বব্যাপী উদ্বেগ হিসেবে উল্লেখ করেছিল হু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -