Coronavirus Updates: মে মাসে ভয়ঙ্কর করোনার ঢেউ, কোনও এক মাসে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে
দেশে করোনার ঢেউ আছড়ে পড়ার পর এই মহামারীর প্রভাব সবচেয়ে বেশি পড়ল সদ্য শেষ হওয়া মে মাসে। এই মাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার সংখ্যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তবে স্বস্তির খবর, মে মাসের শেষের কয়েক দিন আক্রান্তর সংখ্যা কমেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমে মাসের শেষ দিনে আক্রান্তের সংখ্যা কমে- হয়েছে ১.৩ লক্ষ, যা গত ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ এপ্রিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১.৫ লক্ষ। মৃতের সংখ্যাও সোমবার কমে আড়াই হাজারের নিতে পৌঁছেছে, যা ২২ এপ্রিলের পর সবচেয়ে কম।
মে মাসের পরিসংখ্যাণ অনুযায়ী, এই মাসে মোট আক্রান্তর সংখ্যা ৯০.৩ লক্ষ। এই মাসের শেষের কয়েকদিন স্বস্তি কিছুটা মিললেও এপ্রিলের তুলনায় আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশের বেশি ছিল। এপ্রিলে মোট আক্রান্তর সংখ্যা ছিল ৬৯.৪ লক্ষ।
করোনায় মৃত্যুর পরিসংখ্যাণের দিকে নজর দিলে দেখা যাবে যে, মে মাস ভারতে দুঃস্বপ্নের থেকে কোনও অংশে কম নয়। এই মাসে প্রায় ১.২০ লক্ষ করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে, এপ্রিলের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের বেশি ।
এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৪৮,৭৬৮। সেইসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, আদতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেশ কিছু শহরে শ্মশান ও কবরস্থানগুলিতে কোভিড প্রোটোকল মেনে অন্তিম সংস্কার ও মৃত্যুর ক্ষেত্রে সরকারি পরিসংখ্যাণের মধ্যে প্রচুর ফারাক রয়েছে।
সমগ্র বিশ্বে এখনও পর্যন্ত গত ডিসেম্বর মাসে আমেরিকায় করোনা মহামারী সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছিল। ওই মাসে আমেরিকায় মোট ৬৫.৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছিল।
ভারতের পক্ষে যেটা ভালো খবর তা হল, প্রতি দশ লক্ষ জনসংখ্যায় আক্রান্তর সংখ্যার নিরিখে ভারতের চেয়ে এগিয়ে আমেরিকা। ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় আক্রান্ত যেখানে ২০,১৪৪, সেখানে আমেরিকায় এই সংখ্যা ১০২,৩০২।
মৃতের পরিসংখ্যাণে আমেরিকায় সবচেয়ে বিপজ্জনক মাস ছিল চলতি বছরের জানুয়ারি।
এ বছরের জানুয়ারিতে আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছিল ৯৯,৬৮০ জনের। এর আগে ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৮৩,৮৪৯।
একমাসে সবচেয়ে বেশি মৃত্যুর ক্ষেত্রে চতুর্থ ছিল ব্রাজিলে এপ্রিল মাস। ওই মাসে ব্রাজিলে ৮২,৪০১ জনের মৃত্যু হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -