Durga Puja 2021: ঢাকের বোল, কাঁসর, ঘণ্টা শব্দ, আচার-নিষ্ঠাভরে দুর্গাপুজো বার্লিনে
জার্মানিতে শারদোৎসব। ইউরোপের অন্যান্য দেশের মত এখানেও পালিত হয়েছে সর্বজনীন দুর্গোৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্লিনের ক্রয়েজবার্গের বার্লিন সনাতনী পুজো, সংস্কৃতি স্পাস আর বার্লিন হিন্দু সোসাইটির পুজো ছিল জমজমাট।
দুর্গাপুজোর উত্সকব, আবেগে বাংলা আর বার্লিন একাকার।
হোক না বিদেশ, তাতে কী! সেই চেনা ঢাকের বোল, কাঁসর, ঘণ্টার শব্দ। আচার-নিষ্ঠাভরে পুজো। দুর্গার আরাধনা।
কোলন, মিউনিখ, ফ্রাঙ্কফুট ছাড়াও বার্লিনেই অনুষ্ঠিত হল তিনটি পূজা। করোনা সঙ্কট কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পুজোর অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশী প্রবাসী বাঙালিরা।
পূজার্চনার পাশাপাশি হয়েছে শুভেচ্ছা বিনিময়। শনিবার ছিল ৫দিনের দূর্গোৎসবের শেষ দিন।
পুজোয় বাদ যায়নি ষষ্ঠী থেকে দশমীর কোনও আচার-অনুষ্ঠান।
পুজোমণ্ডপগুলিতে দুইবাংলার পূজারীদের পাশাপাশি স্থানীয় জার্মানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
বার্লিনের ক্রয়েজবার্গে সনাতনি পূজা, সংস্কৃতি স্পাস ও বার্লিন হিন্দু সোসাইটির পূজো মন্ডপগুলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।
দশমীতে মাকে বিদায় দেওয়ার সময় প্রার্থনা ছিল সকল অনাচার আর অশুভ শক্তির বিনাশে ধরাতল হোক সুন্দর ও মানবিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -