Durga Puja 2021: ঢাকের বোল, কাঁসর, ঘণ্টা শব্দ, আচার-নিষ্ঠাভরে দুর্গাপুজো বার্লিনে

আচার-নিষ্ঠাভরে দুর্গাপুজো বার্লিনে

1/10
জার্মানিতে শারদোৎসব। ইউরোপের অন্যান্য দেশের মত এখানেও পালিত হয়েছে সর্বজনীন দুর্গোৎসব।
2/10
বার্লিনের ক্রয়েজবার্গের বার্লিন সনাতনী পুজো, সংস্কৃতি স্পাস আর বার্লিন হিন্দু সোসাইটির পুজো ছিল জমজমাট।
3/10
দুর্গাপুজোর উত্সকব, আবেগে বাংলা আর বার্লিন একাকার।
4/10
হোক না বিদেশ, তাতে কী! সেই চেনা ঢাকের বোল, কাঁসর, ঘণ্টার শব্দ। আচার-নিষ্ঠাভরে পুজো। দুর্গার আরাধনা।
5/10
কোলন, মিউনিখ, ফ্রাঙ্কফুট ছাড়াও বার্লিনেই অনুষ্ঠিত হল তিনটি পূজা। করোনা সঙ্কট কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পুজোর অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশী প্রবাসী বাঙালিরা।
6/10
পূজার্চনার পাশাপাশি হয়েছে শুভেচ্ছা বিনিময়। শনিবার ছিল ৫দিনের দূর্গোৎসবের শেষ দিন।
7/10
পুজোয় বাদ যায়নি ষষ্ঠী থেকে দশমীর কোনও আচার-অনুষ্ঠান।
8/10
পুজোমণ্ডপগুলিতে দুইবাংলার পূজারীদের পাশাপাশি স্থানীয় জার্মানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
9/10
বার্লিনের ক্রয়েজবার্গে সনাতনি পূজা, সংস্কৃতি স্পাস ও বার্লিন হিন্দু সোসাইটির পূজো মন্ডপগুলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।
10/10
দশমীতে মাকে বিদায় দেওয়ার সময় প্রার্থনা ছিল সকল অনাচার আর অশুভ শক্তির বিনাশে ধরাতল হোক সুন্দর ও মানবিক।
Sponsored Links by Taboola