Flashback 2021: ফিরে দেখা বিশ্বজুড়ে ২০২১-এর কিছু অবিস্মরণীয় মুহূর্ত
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সমর্থক রিচার্ড বার্নেট তৎকালীন স্পিকার অফ হাউস ন্যান্সি পেলোসির অফিসে ঢুকে পড়েন। ওয়াশিংটনে একটি বিক্ষোভ চলাকালে গত ৬ জানুয়ারি এই ছবি সামনে এসেছিল। বিক্ষোভকারীরা নিরাপত্তা ভেঙে ঢুরে পড়েছিল মার্কিন ক্যাপিটলে। মার্কিন কংগ্রেসে তখন ইলেক্টোরাল ভোট সার্টিফিকেশন নিয়ে বিতর্ক চলছিল। ছবি-এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয়াদিল্লিতে গরুর গাড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। এপ্রিলে শুরু হয়েছিল। চলেছিল অগাস্ট পর্যন্ত। অক্সিজেনের জন্য তখব হাহাকার পড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। ছবি-গেটি
ছাইয়ের মেঘ আর লাভা বেরিয়ে আসতে স্পেনের একটি আগ্নেয়গিরি থেকে। ২০২১-র ১৯ সেপ্টেম্বর এই অগ্নুৎপাত শুরু হয় এই আগ্নেয়গিরি থেকে। ছবি-গেটি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তুভালুর বিদেশমন্ত্রী সাইমন কোফি সমুদ্রে হাঁটুজলে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখছেন। জয়বায়ু পরিবর্তনে নিচু এলাকাভূক্ত দেশগুলির বিপদের কথা তুলে ধরতে তিনি এই পদ্ধতি অবলম্বন করেন। Photo: Tuvalu Government
উত্তর গাজা ভূখণ্ডে বেইত লাহিয়ায় এক ধ্বংস্তস্তুপের সামনে প্রার্থনা। ২০২১-এর ২৭ মে-র এই ছবি। ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলে ও হামাস মুভমেন্টের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল। ছবি-এএফপি
গত ১২ ডিসেম্বর টর্নেডোর দাপটে বিধ্বস্ত কেন্টাকির আকাশ থেকে তোলা চিত্র। চলতি বছরে একাধিক ঝড় আছড়ে পড়েছিল আমেরিকায়। এতে বহু জীবন ও সম্পত্তিহানি ঘটে। ছবি-গেটি
কাতারের আল জাজিরা টেলিভিশন থেকে নেওয়া ইমেজ গ্র্যাব গত ১৬ অগাস্টের। ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আশরফ গনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তালিবান দখল নিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্য়ালেসের। ছবি-এএফপি
তালিবান আফগানিস্তান কব্জা নেওয়ার পর দেশ ছাড়ার হুড়োহুড়ি আফগানদের। ২০২১-এর ১৯ অগাস্ট কাবুলে একটি মার্কিন সামরিক বিমানের ভেতরে আফগানরা।
২০২১-এর ১৫ জুলাই এই ছবি তোলা হয়। প্রবল বর্ষণ ও বন্যায় বেলজিয়ামের শহর ভারভাইয়ার্সের বিপর্যয়। ছবি-এএফপি
গত ২৯ মার্চের উপগ্রহ থেকে তোলা ম্যাক্সার টেকনলজি কর্তৃক প্রকাশিত ছবিতে সুয়েজ খালে এমভি এভার গিভেন ও ছোট নৌকার ছবি। গত ২৯ মার্চ এমভি এভার গিভেন অবশেষে জলে ভাসে। খুলে যায় সুয়েজ খাল। ফলে প্রায় এক সপ্তাহের অচলাবস্থার অবসান হয়। এই বিশাল পণ্যবাহী জাহাজটি সুয়েজ খালে আটকে পড়েছিল। ফলে সুয়েজ খাল দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছিল। ছবি-এএফপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -