Football and Soccer: Football এবং Soccer, বলখেলার এমন দু’রকম নাম কেন?
Football History: ছবি: পিক্সাবে।
Continues below advertisement
ছবি: পিক্সাবে।
Continues below advertisement
1/10
ক্রিকেট, টেনিসের আধিপত্য সত্ত্বেও বাঙালির কাছে আজও সেরা খেলা ফুটবল। শুধু উন্মাদনা নয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। পিক্সাবে
2/10
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাও এই মুহূর্তে ফুটবলই। তবে নানা দেশে নানা নাম রয়েছে ফুটবল। ইংরেজিতেই ফুটবলের দু’রকম নাম পাওয়া যায়, Football এবং Soccer. পিক্সাবে
3/10
কিন্তু একই খেলার এমন দু’রকম নাম কেন? এর নেপথ্যে রয়েছে ভাষাতত্ত্ব। ব্রিটেনে খেলাটি Football নামেই পরিচিত, আমেরিকায় তা Soccer. কানাডা এবং অস্ট্রেলিয়াতেও Soccer শব্দটিরই চল বেশি। পিক্সাবে
4/10
পায়ে পায়ে বল এগিয়ে নিয়ে যাওয়ার খেলা যদিও আজকের নয়। কয়েক দশক আগেও এমন খেলার চল ছিল। তবে আজকের দিনে ফুটবল বলে যা পরিচিত, তার জন্ম ১৮৬৩ সাল বলে ধরা হয়। কারণ ইংল্যান্ডের তদানীন্তন নব্য ফুটবল অ্যাসোসিয়েশন খেলার নীতি-নিয়ম লিপিবদ্ধ আকারে প্রকাশ করে ওই দিনই। পিক্সাবে
5/10
ওই সময়ই ইংল্যান্ডের একটি বোর্ডিং স্কুলের নামানুযায়ী Rugby Football খেলার চলও ছিল। সময়ের সঙ্গে এই নামে কাটছাঁট করা হয়। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মানুযায়ী যে খেলা, সেটির নাম হয় Football. পিক্সাবে
Continues below advertisement
6/10
এর পর, আটের দশকে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পড়ুয়ারা Rugby Football এবং অ্যাসোসিয়েশনের Football-এর মধ্যে নামের বিভাজন ঘটান। পিক্সাবে
7/10
কাটছাঁটের পর Rugby Football-কে Ruggerদের খেলা এবং অ্যাসোসিয়েশনের Football-কে ছোট করে Soccer বলে ডাকা শুরু হয়। পরবর্তী কালে ক্যাম্পাস ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে ওই নাম। পিক্সাবে
8/10
বিংশ শতকেই Rugby Football শুধু Rugby-তে পরিণত হয়। অ্যাসোসিয়েশনের Football-কে শুধু Football হিসেবেই ডাকার চল শুরু হয় সেই সময়। পিক্সাবে
9/10
১৯ শতকের শেষ দিকে আমেরিকায় পৌঁছয় Football, যা ছিল Rugby এবং অ্যাসোসিয়েশন Football-এর মিশ্রণ। প্রথমে এই খেলাকে সেখানে Gridiron Football বলা হতো। পরবর্তী কালে আমেরিকান অ্যাসোসিয়েশন ফুটবলের খেলোয়াড়রা Soccer বলেই খেলাটিকে ডাকতে শুরু করেন। পিক্সাবে
10/10
১৯৪৫ সালে আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের নাম পাল্টে United States Soccer Football Association করে নেয়। পরে Football শব্দটিই বাদ যায় পুরোপুরি। গোড়াতে যা ডাকনাম ছিল শুধু, সেই Soccer-ই বর্তমানে আমেরিকার সর্বত্র প্রচলিত। পিক্সাবে
Published at : 13 Feb 2024 11:57 PM (IST)