World’s Happiest Country: সুখের মাপকাঠিতে ১৪৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৯
বিশ্বের সুখী দেশগুলির তালিকা প্রকাশ করল ইউনাইটেড ন্যাশানস সাসটেনবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। যেখানে ১৪৯টি দেশের মধ্যে ১৩৯ তম স্থানে আছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিডিপি, স্বাস্থ্যকর জীবন যাপন, কোনও বিষয়ে নাগরিকের কথা বলার অধিকার- এই তিন বিষয়ের নিরিখে র্যা ঙ্কিং নির্ধারণ করা হয়েছে। ভারতের আগে ১০৫ তম স্থানে আছে পাকিস্তান, বাংলাদেশ ১০১ তম স্থানে। চিন আছে ৮৪তম স্থানে। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের র্যা ঙ্ক ছিল ১৪০।
বিশ্বের সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড। এই নিয়ো চতুর্থবার সুখা দেশের তালিকায় প্রথম স্থান পেল ফিনল্যান্ড। এর পরবর্তী স্থানগুলিতে যথাক্রমে আছে ডেনমার্ক, সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড।
ষষ্ঠ স্থানে আছে নরওয়ে। তারপরে আছে যথাক্রমে সুইডেন, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। বিবৃতি দিয়ে ইউনাইটেড ন্যাশানস সাসটেনবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক জানিয়েছে, আমাদের লক্ষ্য দুটি। এক কোভিড আবহে কীভাবে সাধারণ জীবন কাটিয়েছেন, দুই, মহামারী পর্বে কীভাবে সংশ্লিষ্ট দেশের সরকার পরিস্থিতি সামাল দিয়েছে। কিছু ক্ষেত্রে দেশগুলি দারুণ কাজ করেছে।
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়া আছে ১১ তম স্থানে। ইজরায়েল ১২তম, জার্মানি ১৩ তম, ১৪ তম স্থানে কানাডা এবং আয়ারল্যান্ড আছে ১৫ তম স্থানে। ১৬ তম স্থানে আছে কোস্টারিকা, ব্রিটেন এবং আমেরিকার স্থান যথাক্রমে ১৭ এবং ১৯। চেক প্রজাতন্ত্রের স্থান ১৮ তম স্থানে। বেলজিয়াম আছে ২০।
উল্টো দিক থেকে দেখতে গেলে অসুখী দেশের তালিকায় ভারতের আগে আছে বুরুন্ডি, ইয়েমেন, তানজানিয়া, হাইতি, জিম্বাবোয়ে, আফগানিস্তানের মতো দেশ।
ভারতীয়দের সঙ্গে তারা দেখা করেছে এবং ফোনেও কথা বলেছে। ফোনে বেশি লোক জবাব দিয়েছেন। সামনাসামনি কম। ২০১৯ সালে মুখোমুখি যত জন কথা বলেছেন, তার থেকে এবার বেশি লোক কথা বলেছেন।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কোভিড ১৯ এর প্রভাব পড়েছে মনের উপরও। তাতে মানুষের উপর নেতিবাচক প্রভাবও পড়েছে। যে কোনও বয়সের গোষ্ঠী বা মহিলাদের মধ্যে মহামারীর প্রভাব পড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -