Afghanistan : জালালাবাদে বিক্ষোভকারীদের ভিড়ে এলোপাথাড়ি গুলি তালিবানের, নিহত ৩
কাবুল জুড়ে তালিবান-তাণ্ডব। আটকে ২০০-র বেশি বাঙালি, উদ্বিগ্ন পরিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার আফগানিস্তানের জালালাবাদে বিক্ষোভকারীদের ভিড়ে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।
প্রাণে বাঁচতে মহিলা ফুটবলারদের স্পোর্টস কিটস পুড়িয়ে ফেলার পরামর্শ আফগান মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের। বললেন, গোপন রাখুন পরিচয়।
ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ তালিবানের। বন্ধ আমদানি-রফতানি। বাড়ছে ড্রাই ফ্রুটের দাম। আগে ভারতীয়দের উদ্ধার, পরে বাকি সব, জানালেন বিদেশমন্ত্রী।
আমেরিকা থেকে আফগানিস্তানে সমস্ত রকম আর্থিক লেনদেনও বন্ধ করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে, লক্ষ লক্ষ আফগান নাগরিকের কঠিন পরিস্থিতির কথা চিন্তা করে মানবিকতার স্বার্থে চিকিত্সা সংক্রান্ত সমস্ত সহায়তা বজায় থাকবে।
প্রাণে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আফগান নাগরিকরা। কাবুল বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। বিমানবন্দরের গেট খুলতেই ধেয়ে আসছে ভিড়।
প্রাণ বাঁচাতে বিমানন্দরের গেট একবার খুলে দেওয়ার কাতর আর্জি জানাচ্ছে অসহায় জনতা। ভিড় হঠাতে এলোপাথাড়ি গুলি তালিবানের।
এভাবে আগে কোনওদিন মুখ পোড়েনি আমেরিকার। আফগানিস্তান ইস্যুতে বাইডেন সরকারের বিদেশ নীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দাবি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল ছিল। এটা আমাদের দেশের পক্ষেও ভয়ঙ্কর পরিস্থিতি। কটাক্ষ ট্রাম্পের।
শান্তির কথা বলেও স্বমহিমায় তালিবান। সংঘাত তৈরি করে ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য সম্পর্ক ছিন্নের নির্দেশ। বন্ধ আমদানি-রফতানি। বাড়ছে ড্রাই ফ্রুটের দাম।
কাবুল জুড়ে তালিবান-তাণ্ডব। আটকে থাকা ভারতীয়দের এয়ারলিফট করতে কাবুলে পাঠানো হতে পারে বায়ুসেনার বিশেষ বিমান। মার্কিন সেনার সঙ্গে যোগাযোগ দিল্লির।
কাবুলে আটকে ২০০-র বেশি বাঙালি, উদ্বিগ্ন পরিবার। হস্তক্ষেপ করুক বিদেশমন্ত্রক, বললেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -