Durga Puja 2022: তিথি মেনে পুজো বিলেতের মাটিতে, নাচে-গানে উদযাপন

Probashe Puja: বিলেতের মাটিতে বাঙালির সেরা উৎসব। শারদ-উৎসবে মাতোয়ারা বর্নমাউথ।

নিজস্ব চিত্র

1/10
ইংলন্ডের বর্নমাউথ। বাংলার আর পাঁচটা পুজোর মতো এখানেও অনেক আগে শুরু হয়ে গিয়েছিল পুজোর প্রস্তুতি। যত্নে রাখা দেবীপ্রতিমা।
2/10
বিদেশ বিঁভুইয়ে পুজো। তাই নিজে নিজেই করতে হয় সব কাজ। সব ব্যস্ততার মাঝেই হাতে হাতে তৈরি হয়েছে পুজোর যাবতীয় আয়োজন।
3/10
সব রীতি মেনেই হয় পুজো। সপ্তমীতে হয় নবপত্রিকা স্নান। বিলেতের মাটিতে সেটারও আয়োজন করা হয়েছে।
4/10
একেবারে বাংলার দুর্গাপ্রতিমা। এই প্রতিমাতেই পুজো হয়েছে ইংলন্ডের বর্নমাউথে। তিথি-নক্ষত্র মেনে, সমস্ত উপাচার- সাজিয়ে পুজো হয়েছে দেবীর।
5/10
বর্নমাউথের দুর্গাপুজোর পৌরহিত্যের দায়িত্ব সামলেছেন লন্ডননিবাসী প্রলয় মুখার্জি। অফিস ছুটি নিয়ে তিনি এখানে পুজো করেন।
6/10
পুজো ঘিরে তুমুল উদযাপন। নাচে-গানে হুল্লোড়ে মাতোয়ারা প্রবাসী বাঙালিরা।
7/10
পুজো কেটেছে তুমুল ব্যস্ততার মধ্যে। তারই মধ্যে উদযাপনও চলেছে। দেদার আড্ডা আর মজায় ব্যস্ত আয়োজকরা। তারই এক মুহূর্তের ছবি।
8/10
ভোগ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। বর্নমাউথেও আয়োজন হয়েছে ভোগের। আয়োজকরাই হাতে হাতে রান্না করে তৈরি করেছিলেন দুর্দান্ত ভোগ।
9/10
প্রবাসী বাঙালিদের কাছেও পুজো মানে মিলনোৎসব। তাই পুজো ঘিরে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মাইক হাতে গানে গানে মেতেছে মঞ্চ।
10/10
শুধু উৎসবই নয়। বর্নমাউথের পুজো করা হয় ভক্তিভরে। আরতি-অঞ্জলিতে যোগ দিয়েছিলেন প্রায় সকলেই। দিনভর পুজো দেখতেও মুখিয়ে ছিলেন প্রবাসীদের অনেকে। ছবি সূত্র: পুজো কমিটি
Sponsored Links by Taboola