Durga Puja 2022: তিথি মেনে পুজো বিলেতের মাটিতে, নাচে-গানে উদযাপন
ইংলন্ডের বর্নমাউথ। বাংলার আর পাঁচটা পুজোর মতো এখানেও অনেক আগে শুরু হয়ে গিয়েছিল পুজোর প্রস্তুতি। যত্নে রাখা দেবীপ্রতিমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশ বিঁভুইয়ে পুজো। তাই নিজে নিজেই করতে হয় সব কাজ। সব ব্যস্ততার মাঝেই হাতে হাতে তৈরি হয়েছে পুজোর যাবতীয় আয়োজন।
সব রীতি মেনেই হয় পুজো। সপ্তমীতে হয় নবপত্রিকা স্নান। বিলেতের মাটিতে সেটারও আয়োজন করা হয়েছে।
একেবারে বাংলার দুর্গাপ্রতিমা। এই প্রতিমাতেই পুজো হয়েছে ইংলন্ডের বর্নমাউথে। তিথি-নক্ষত্র মেনে, সমস্ত উপাচার- সাজিয়ে পুজো হয়েছে দেবীর।
বর্নমাউথের দুর্গাপুজোর পৌরহিত্যের দায়িত্ব সামলেছেন লন্ডননিবাসী প্রলয় মুখার্জি। অফিস ছুটি নিয়ে তিনি এখানে পুজো করেন।
পুজো ঘিরে তুমুল উদযাপন। নাচে-গানে হুল্লোড়ে মাতোয়ারা প্রবাসী বাঙালিরা।
পুজো কেটেছে তুমুল ব্যস্ততার মধ্যে। তারই মধ্যে উদযাপনও চলেছে। দেদার আড্ডা আর মজায় ব্যস্ত আয়োজকরা। তারই এক মুহূর্তের ছবি।
ভোগ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। বর্নমাউথেও আয়োজন হয়েছে ভোগের। আয়োজকরাই হাতে হাতে রান্না করে তৈরি করেছিলেন দুর্দান্ত ভোগ।
প্রবাসী বাঙালিদের কাছেও পুজো মানে মিলনোৎসব। তাই পুজো ঘিরে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মাইক হাতে গানে গানে মেতেছে মঞ্চ।
শুধু উৎসবই নয়। বর্নমাউথের পুজো করা হয় ভক্তিভরে। আরতি-অঞ্জলিতে যোগ দিয়েছিলেন প্রায় সকলেই। দিনভর পুজো দেখতেও মুখিয়ে ছিলেন প্রবাসীদের অনেকে। ছবি সূত্র: পুজো কমিটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -