Probase Puja: রীতি মেনে পালিত দুর্গাপুজো, সুইডেনেও নাড়ু-পায়েসের স্বাদ
বাংলা থেকে বহুদূরে। একেবারে ইউরোপের উপরের দিকে। সুইডেনের হেলসিংবর্গ। সেখানেও প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন দুর্গাপুজোয়। একেবারে রীতি-নীতি মেনে হয়েছে দুর্গা আরাধনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পুজোর আয়োজন করেছেন মহিলারাই। পুজোর জোগাড়, প্রতিমার ব্যবস্থা, পুজোর ভোগ সব সামলেছেন মহিলারাই। এমনকী পৌরহিত্যও করেছেন তিন মহিলা।
পুজোয় ছিল রকমারি ভোগ। হাতে হাতে ভোগের নানা জিনিস তৈরি করেছিলেন পুজোর আয়োজকরা।
মিষ্টি ছাড়া পুজো জমে না। সুইডেনেও তাই মিষ্টিবিহীন ছিল না পুজো। পুজোয় ছিল রকমারি মিষ্টির সমাহার।
সারা বছর বিভিন্ন কাজে তুমুল ব্যস্ত থাকতে হয় সবাইকে। তার মধ্যেই সকলে সময় বের করেছেন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসবের জন্য। পুজোর আয়োজনের পাশাপাশি চলেছে ফটোসেশনও।
দশমীর পুজোর পরে দর্পণ বিসর্জনের নিয়ম রয়েছে। সুইডেনের হেলসিংবর্গের পুজোতেও সেই নিয়ম পালন করা হয়েছে।
পুজো ঘিরে চলেছে তুমুল উদযাপন। হয়েছে দেদার আড্ডা, নাচ-গান। তাই একটি মুহূর্ত।
নাড়ু আর পায়েস ছাড়া কী আর বাঙালির দুর্গাপুজো জমে? তাই বিদেশ বিভুঁইতেও রসনাতৃপ্তির জন্য ব্যবস্থা ছিল নাড়ু-পায়েসের।
পুজো মানেই সকলে একসঙ্গে হওয়া। একই ছবি সুইডেনের হেলসিংবর্গের পুজোতেও।
আরতি শেষে পঞ্চপ্রদীপ হাতে পুজো এক সদস্যা। পরনে বাঙালির ট্রেডমার্ক লালপাড় সাদা শাড়ি। ছবি সূত্র: পুজো কমিটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -